menu-iconlogo
huatong
huatong
avatar

moyna cholat cholat

Bangla Folk songhuatong
ShymoonKhan_ABShuatong
بول
ریکارڈنگز
ময়না ছলাৎ ছলাৎ চলে রে

পিছন পানে চায়না রে

মন ধুকপুক ধুকপুক করে রে

তোর লাগি উতলা রে

শাল পিয়ালের বন থিক্যা ওই

জংলা নদীর পাড়েতে

তোর সঙ্গ লই ঘুরঘুর করুম

এই বাসনা প্রানে

ময়না ছলাৎ ছলাৎ

ময়না ছলাৎ ছলাৎ চলে রে

পিছন পানে চায়না রে

মন ধুকপুক ধুকপুক করে রে

তোর লাগি উতলা রে

শাল পিয়ালের বন থিক্যা ওই

জংলা নদীর পাড়েতে

তোর সঙ্গ লই ঘুরঘুর করুম

এই বাসনা প্রানে

ময়না ছলাৎ ছলাৎ

দূর-দূর তোর এই মনটা লইয়া

যাবো বাগানটায়

লাল হলুদ ফুল দিয়া মুই বাঁন্ধিবো খোপায়।

দূর-দূর তোর এই মনটা লইয়া

যাবো বাগানটায়

লাল হলুদ ফুল দিয়া মুই বাঁন্ধিবো খোপায়।

সাধের প্রতিমা কইরা

রাখুম চোখের তারাটায়

রানী হইয়া রইবি মোর এই

হু-হু-হু-হু পরানটায়

ছলাৎ ছলাৎ

ময়না ছলাৎ ছলাৎ চলে রে

পিছন পানে চায়না রে

মন ধুকপুক ধুকপুক করে রে

তোর লাগি উতলা রে

শাল পিয়ালের বন থিক্যা ওই

জংলা নদীর পাড়েতে

তোর সঙ্গ লই ঘুরঘুর করুম

এই বাসনা প্রানে

ময়না ছলাৎ ছলাৎ

মন চায় তোরে রাখুম ধরে জাপট দিয়া, হায়,

চাঁন্দ তারা তোর লাগি আনুম হুকুম টায়।

মন চায় তোরে রাখুম ধরে জাপট দিয়া, হায়,

চাঁন্দ তারা তোর লাগি আনুম হুকুম টায়।

সাধের প্রতিমা কইরা

রাখুম চোখের তারাটায়

রানী হইয়া রইবি মোর এই

হু-হু-হু-হু পরানটায়

ছলাৎ ছলাৎ

ময়না ছলাৎ ছলাৎ চলে রে

পিছন পানে চায়না রে

মন ধুকপুক ধুকপুক করে রে

তোর লাগি উতলা রে

শাল পিয়ালের বন থিক্যা ওই

জংলা নদীর পাড়েতে

তোর সঙ্গ লই ঘুরঘুর করুম

এই বাসনা প্রানে

ময়না ছলাৎ ছলাৎ

Bangla Folk song کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے