বিসমিল্লাহির রাহমানির রাহিম
পালাইবে কই যাইয়া রে মানুষ
পালাইবে কই যাইয়া
আজরাইল আসিয়া একদিন
আজরাইল আসিয়া একদিন
বান্ধিবে খসিয়া রে
জগত সামির ঘরে যাইতে হবে রে
তুমার জগত সামির ঘরে যাইতে হবে রে
পালাইবে কই যাইয়া রে মানুষ
পালাইবে কই যাইয়া
আজরাইল আসিয়া একদিন
আজরাইল আসিয়া একদিন
বান্ধিবে খসিয়া রে
জগত সামির ঘরে যাইতে হবে রে
তুমার জগত সামির ঘরে যাইতে হবে রে
এক বিয়াতে আইছ মানুষ এই ভব সংসারে
আরেক বিয়া হইব তুমার সামির হাত ধরে
এক বিয়াতে আইছ মানুষ এই ভব সংসারে
আরেক বিয়া হইব তুমার সামির হাত ধরে
আরেক বিয়া সামনে আছে
আরেক বিয়া সামনে আছে
সাদা কাপড় দিয়া রে
জগত সামির ঘরে যাইতে হবে রে
তুমার জগত সামির ঘরে যাইতে হবে রে
বাজাবেনা তোর বিয়ার সানাই
গাইবে না কেউ গান
খাইবে না কেউ বিয়ার খানা যতই মেহমান
সেদিন বাজাবেনা তোর বিয়ার সানাই
গাইবে না কেউ গান
খাইবে না কেউ বিয়ার খানা যতই মেহমান
কেহ কাঁদবে চুপে চাপে
কেহ কাঁদবে চুপে চাপে
মায় কাঁদবে চিল্লাইয়ারে
জগত সামির ঘরে যাইতে হবে রে
তুমার জগত সামির ঘরে যাইতে হবে রে
পালাইবে কই যাইয়া রে মানুষ
পালাইবে কই যাইয়া
আজরাইল আসিয়া একদিন
আজরাইল আসিয়া একদিন
বান্ধিবে খসিয়া রে
জগত সামির ঘরে যাইতে হবে রে
তুমার জগত সামির ঘরে যাইতে হবে রে
তুমার জগত সামির ঘরে যাইতে হবে রে