menu-iconlogo
huatong
huatong
bapi-lahiri-ami-shilpi-hote-chai-cover-image

Ami Shilpi Hote Chai

Bapi lahirihuatong
♨️Biplab♨️huatong
بول
ریکارڈنگز
আমি শিল্পী হতে চাই, আমি গায়ক হতে চাই

তোমাদের আশীর্বাদে কন্ঠে,সুর যেন পাই ।

আমি শিল্পী হতে চাই, আমি গায়ক, হতে চাই।

তোমাদের আশীর্বাদে.....কন্ঠে, সুর যেন পাই

তোমাদের আশীর্বাদে...... কন্ঠে... সুর যেন পাই

আমি শিল্পী...., হতে চাই, আমি গায়ক, হতে চাই.......

আসরে আসরে আমি শোনাই যে গান

সে তো শুধু গান নয় সে আমার প্রাণ.......

সে প্রাণের প্রণাম আমি..... সবার চরনে রেখে যাই

আমি শিল্পী, ......হতে চাই, আমি গায়ক হতে চাই

তোমাদের আশীর্বাদে, কন্ঠে, সুর যেন পাই।

দাও না দাও না আরো..... ভালোবাসা দাও

তোমাদের সুখে দুখে... এক... করে নাও

এ আমার জীবন বীনায় তোমাদের জয় শুধু গাই

আমি শিল্পী..... হতে চাই আমি গায়ক ... হতে চাই

তোমাদের আশীর্বাদে কন্ঠে সুর যেন পাই

তোমরা আমাকে বড়.... করলে... যত

এই মাথা নীচু করে দিলাম তত......

যত কিছু অহংকারে সোনাগুলি হউক, ধূলি তাই

আমি শিল্পী হতে চাই, আমি গায়ক হতে চাই

তোমাদের আশীর্বাদে....কন্ঠে.... সুর যেন পাই

তোমাদের আশীর্বাদে..... কন্ঠে... সুর যেন পাই

আমি শিল্পী হতে চাই, আমি গায়ক হতে চাই

ধন্যবাদ

Bapi lahiri کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے