menu-iconlogo
huatong
huatong
avatar

Shehrooz's Cloud ~ Nissho Keno Lage

Bappa/Fahmidahuatong
ɾҽȥαɳσσɾ🇧🇩⊱Ħꪖꪜєຖ࿐™🌟huatong
بول
ریکارڈنگز
Presented By Shehrooz

তোমায় ছাড়া দিনে রাতে

নিঃস্ব কেন লাগে,

এই অনুভব হয়নি তো আর

তোমায় চেনার আগে!

তোমায় ছাড়া দিনে রাতে

নিঃস্ব কেন লাগে,

এই অনুভব হয়নি তো আর

তোমায় চেনার আগে!

কিছু আমার নেই বলেই তো

তোমায় কড়া নাড়ি

তোমায় পাবো এমন আশা

কি করে ছাড়ি!

তোমায় ছাড়া দিনে রাতে

নিঃস্ব কেন লাগে,

এই অনুভব হয়নি তো আর

তোমায় চেনার আগে!

এই সেদিনও চাইনি নিতে

নিঃস্ব হবার ঝুঁকি

এখন আমি সকাল বিকেল

নিঃস্ব হয়েও সুখী।

এই সেদিনও চাইনি নিতে

নিঃস্ব হবার ঝুঁকি

এখন আমি সকাল বিকেল

নিঃস্ব হয়েও সুখী!

তোমায় আমি সব দিয়ে যে

উজাড় হতে পারি

তোমায় পাবো এমন আশা

কি করে ছাড়ি!

আশা যদি দেই ছেড়ে আজ

কি বা থাকে বলো!

হৃদয় আছে, বলেই না এই

দু'চোখ ছলছল

আশা যদি দেই ছেড়ে আজ

কি বা থাকে বলো!

হৃদয় আছে, বলেই না এই

দু'চোখ ছলছল

বুক পাঁজরে আগলে রেখে

তোমার কড়া নাড়ি

তোমায় পাবো, এমন আশা

কি করে ছাড়ি!

তোমায় ছাড়া দিনে রাতে

নিঃস্ব কেন লাগে...

এই অনুভব হয়নি তো আর

তোমায় চেনার আগে!

এই অনুভব হয়নি তো আর

তোমায় চেনার আগে!

Bappa/Fahmida کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے