menu-iconlogo
logo

Kadche akash kadche mon

logo
بول
কাঁদছে আকাশ কাঁদছে মন

রিমঝিম বৃষ্টিতে বিরহী রোদন

বন্ধু তুমি ফিরে এসো

স্বপ্ন ছোঁয়ার বাদল দিন

বৃষ্টি ধারায় শোধাব আজ

ভালবাসার সবটুকু ঋণ

বন্ধু আমি একলা বসে

আশা নিরাশার বাদল দিন

বৃষ্টি ধারায় শোধাব আজ

ভালবাসার সবটুকু ঋণ

ও আকাশ কি আমারই মত

স্বপ্ন বেঁচেও স্বপ্নহীন

বৃষ্টি ধারায় শোধাব আজ

ভালবাসার সবটুকু ঋণ

Kadche akash kadche mon بذریعہ Bappa - بول اور کور