menu-iconlogo
huatong
huatong
avatar

Ek Muhurte

Bappa Mazumderhuatong
forhad99huatong
بول
ریکارڈنگز
এক মুহুর্তে চলে যাওয়া এক মুহুর্তে ফেরা

এক মুহুর্তে নীরব ঠিকি পরক্ষনেই জেরা

এক মুহুর্তে ঘুমাও তুমি এক মুহুর্তে জাগো

এক মুহুর্তে শান্ত তুমি এক মুহুর্তে রাগো

এক মুহুর্তে দূরে সরাও আবার কাছে ডাকো

তোমার এমন এক মুহুর্ত হাজার থেকে লাখো

এক মুহুর্তে জলে ভাসো এক মুহুর্তে ক্ষরা

এক মুহুর্তে উদার তুমি পরক্ষনেই করা

এক মুহুর্তে অবুঝ তুমি এক মুহুর্তে বোঝো

এক মুহুর্তে হারাতে মন এক মুহুর্তে খোজো

এক মুহুর্তে ফিরিয়ে দাও আবার সাথে রাখো

তোমার এমন এক মুহুর্ত হাজার থেকে লাখো

আকাশ যেমন দিনে রাতে

রোদ আর মেঘে রঙ বদলায়

তেমনি তোমার মনের খবর

কাছ থেকে ও পাওয়ানা যায়

হু..আকাশ যেমন দিনে রাতে

রোদ আর মেঘে রঙ বদলায়

তেমনি তোমার মনের খবর

কাছ থেকেও পাওয়ানা যায়

এক মুহুর্তে মন ভালো নেই আবার দেখি ভালো

এক মুহুর্তে আনন্দ দাও আবার ব্যথা ঢালো

এক মুহুর্তে ভালোলাগা এক মুহুর্তে মন্দ

এক মুহুর্তে সরল সবি আবার দ্বিধা-দ্বন্দ্ব

এক মুহুর্তে স্বপ্ন দেখাও এক মুহুর্তে ভাঙ্গো

এক মুহুর্তে সাদাকালো পরক্ষনেই রাঙ্গো

এক মুহুর্তে উড়িয়ে দাও আবার কাছে ডাকো

তোমার এমন এক মুহুর্ত হাজার থেকে লাখো

তোমার এমন এক মুহুর্ত হাজার থেকে লাখো

তোমার এমন এক মুহুর্ত হাজার থেকে লাখো

Bappa Mazumder کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے