menu-iconlogo
huatong
huatong
avatar

Tomar Bari Jabo

Bappahuatong
بول
ریکارڈنگز
আজই তোমার বসতবাড়ি যাবো

দুয়ার খোলা রাখবে কিনা বলো?

ঝড়গুলো সব মাথায় পেতে নেবো

আমার পাশে থাকবে কিনা বলো?

আজই তোমার বসতবাড়ি যাবো

দুয়ার খোলা রাখবে কিনা বলো?

ঝড়গুলো সব মাথায় পেতে নেবো

আমার পাশে থাকবে কিনা বলো?

গর্জে উঠুক তোমার আপনজন

যতই বলুক হবে না তো ঠাই

বলবো বুকের পাঁজর খুলে দেখুন

সত্যি আমি হৃদয় দিয়ে চাই

গর্জে উঠুক তোমার আপনজন

যতই বলুক হবে না তো ঠাই

বলবো বুকের পাঁজর খুলে দেখুন

সত্যি আমি হৃদয় দিয়ে চাই

যখন আমি তোমার বাড়ি যাবো

গুছিয়ে মন রাখবে কিনা বলো

ঝড়গুলো সব মাথায় পেতে নেবো

আমার পাশে থাকবে কিনা বলো?

অনেক কিছুই শুনতে হবে জানি

অনেক কিছুই দেখবে যাচাই করে

বলবো আমি ভালোবাসাই আসল

জয় করবো সবই মনের জোরে

অনেক কিছুই শুনতে হবে জানি

অনেক কিছুই দেখবে যাচাই করে

বলবো আমি ভালোবাসাই আসল

জয় করবো সবই মনের জোরে

যখন আমি তোমার বাড়ি যাবো

ভালোবাসা থাকবে কিনা বলো

ঝড়গুলো সব মাথায় পেতে নেবো

আমার পাশে থাকবে কিনা বলো?

আজই তোমার বসতবাড়ি যাবো

দুয়ার খোলা রাখবে কিনা বলো?

ঝড়গুলো সব মাথায় পেতে নেবো

আমার পাশে থাকবে কিনা বলো?

আমার পাশে থাকবে কিনা বলো?

আমার পাশে থাকবে কিনা বলো?

Bappa کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے