menu-iconlogo
huatong
huatong
bari-siddiqui--cover-image

অনেক সাধনার পরে আমি পেলাম

Bari Siddiquihuatong
nablayehuatong
بول
ریکارڈنگز

আ আ আ আ আ আ

1 Male

2 Female

অনেক সাধনার পরে আমি

পেলাম তোমার মন

পেলাম খুঁজে এ ভুবনে

আমার আপনজন

তুমি বুকে টেনে নাওনা প্রিয় আমাকে

আমি ভালবাসি

ভালবাসি

ভালবাসি তোমাকে

অনেক সাধনার পরে আমি

পেলাম তোমার মন

পেলাম খুঁজে এ ভুবনে

আমার আপনজন

বিধাতা আমাকে তোমার জন্যে

গড়েছে আপন হাতে

জীবনে মরনে, আঁধারে আলোতে

থাকব তোমার সাথে

বিধাতা আমাকে তোমার জন্যে

গড়েছে আপন হাতে

জীবনে মরনে, আঁধারে আলোতে

থাকব তোমার সাথে

তুমি বুকে টেনে নাওনা প্রিয় আমাকে

আমি ভালবাসি

ভালবাসি

ভালবাসি তোমাকে

অনেক সাধনার পরে আমি

পেলাম তোমার মন

পেলাম খুঁজে এ ভুবনে

আমার আপনজন

যাবেনা কখনো ফুরিয়ে যাবেনা

আমার ভালবাসা

তোমাকে পেয়েছি, পেয়েছি আবারো

বাঁচার নতুন আশা

যাবেনা কখনো ফুরিয়ে যাবেনা

আমার ভালবাসা

তোমাকে পেয়েছি, পেয়েছি আবারো

বাঁচার নতুন আশা

তুমি বুকে টেনে নাওনা প্রিয়া আমাকে

আমি ভালবাসি

ভালবাসি

ভালবাসি তোমাকে

অনেক সাধনার পরে আমি

পেলাম তোমার মন

পেলাম খুঁজে এ ভুবনে

আমার আপনজন

তুমি বুকে টেনে নাওনা প্রিয় আমাকে

আমি ভালবাসি

ভালবাসি

ভালবাসি তোমাকে

অনেক সাধনার পরে আমি

পেলাম তোমার মন

পেলাম খুঁজে এ ভুবনে

আমার আপনজন

Bari Siddiqui کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے