menu-iconlogo
huatong
huatong
avatar

Khachar Bhitor Ochin Pakhi

Bassbaba Sumon Featuring Ishtiaque/Shironamhinhuatong
彡Vɪя͢ʊ͋s🔸🎼CH🅰️Ⓜ️🅿️🆂⭐🏇huatong
بول
ریکارڈنگز
Song: Khachar Bhitor Ochin Pakhi (Lalon Shah) - Bassbaba Sumon Featuring Ishtiaque

Singer: Sheikh Ishtiaque

Band: Bassbaba Sumon and Aurthohin

তারে ধরতে পারলে মন বেড়ি,

ধরতে পারলে মন বেড়ি

দিতাম পাখির পায়ে।

কেমনে আসে যায়,

খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।

আট কুঠুরী নয় দরজা আটা

মধ্যে মধ্যে ঝরকা কাঁটা।

আট কুঠুরী নয় দরজা আটা

মধ্যে মধ্যে ঝরকা কাঁটা

তার উপরে সদর কোঠা,

তার উপরে সদর কোঠা,

আয়না মহল তায়।

কেমনে আসে যায়,

খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।

কপালের ফের নইলে কি আর

পাখিটির এমন ব্যবহার।

কপালের ফের নইলে কি আর

পাখিটির এমন ব্যবহার।

খাঁচা ভেঙ্গে পাখি আমার,

খাঁচা ভেঙ্গে পাখি আমার কোন খানে পালায়।

কেমনে আসে যায়,

খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।

মন তুই রইলি খাঁচার আসে,

খাঁচা যে তোর কাঁচা বাঁশের।

মন তুই রইলি খাঁচার আসে,

খাঁচা যে তোর কাঁচা বাঁশের।

কোন দিন খাঁচা পড়বে খসে,

কোন দিন খাঁচা পড়বে খসে

ফকির লালন কেঁদে কয়।

কেমনে আসে যায়,

খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়।

তারে ধরতে পারলে মন বেড়ি,

ধরতে পারলে মন বেড়ি

দিতাম পাখির পায়ে।

কেমনে আসে যায়,

খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।

Thank you listening...

Bassbaba Sumon Featuring Ishtiaque/Shironamhin کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے

Khachar Bhitor Ochin Pakhi بذریعہ Bassbaba Sumon Featuring Ishtiaque/Shironamhin - بول اور کور