menu-iconlogo
huatong
huatong
baul-sukumar--cover-image

বলবো না গো আর কোনোদিন

Baul Sukumarhuatong
بول
ریکارڈنگز
গুরুপের পক্ষ থেকে

বলবো না গো আর কোনদিন

ভালোবাসো তুমি মোরে

বলবো না গো আর কোনদিন

ভালোবাসো তুমি মোরে

বলেছিলে গো ভালোবাসি গো

আজ কেন গো এমন‌ও হলো

বলেছিলে গো ভালোবাসি গো

আজ কেন গো এমন‌ও হলো

এমন‌ও হলো এমন‌ও হলো

বলবো না গো আর কোনদিন

ভালোবাসো তুমি মোরে

নতুন নতুন আর গান পেতে

আমাকে ফলো দিন

ভালোবাসা কভু নয় অপরাধ

তাই নিয়ে গো কেন প্রতিবাদ

ভালোবাসা কভু নয় অপরাধ

তাই নিয়ে গো কেন প্রতিবাদ

কেন প্রতিবাদ .. কেন প্রতিবাদ

বলবো না গো আর কোনদিন

ভালোবাসো তুমি মোরে

গানের শেষে একটি লাইক দিতে ভুলবেন না

ভালোবাসাতে যে পেয়েছি আঘাত

সেই অনল গো দেহে জলে বার মাস

ভালোবাসাতে যে পেয়েছি আঘাত

সেই আনল গো দেহে জলে বার মাস

বাউলের অন্তরে বাউলের অন্তরে

বলবো না গো আর কোনদিন

ভালোবাসো তুমি মোরে

বলবো না গো আর কোনদিন

ভালোবাসো তুমি মোরে

বলবো না গো আর কোনদিন

ভালোবাসো তুমি মোরে

সবাইকে ধন্যবাদ

Baul Sukumar کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے