বলবো না গো আর কোনোদিন
ভালোবাসো তুমি মোরে
বলবো না গো আর কোনোদিন
ভালোবাসো তুমি মোরে
বলেছিলে গো, "ভালোবাসি গো"
আজ কেন গো এমন হলো?
বলেছিলে গো, "ভালোবাসি গো"
আজ কেন গো এমন হলো?
এমন হলো, এমন হলো
বলবো না গো আর কোনোদিন
ভালোবাসো তুমি মোরে
ভালোবাসা কভু নয় অপরাধ
তাই নিয়ে গো কেন প্রতিবাদ?
ভালোবাসা কভু নয় অপরাধ
তাই নিয়ে গো কেন প্রতিবাদ?
কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ?
বলবো না গো আর কোনোদিন
ভালোবাসো তুমি মোরে
ভালোবাসাতে যে পেয়েছি আঘাত
সেই অনল গো দেহে জ্বলে ১২ মাস
ভালোবাসাতে যে পেয়েছি আঘাত
সেই অনল গো দেহে জ্বলে ১২ মাস
বাউলের অন্তরে, বাউলের অন্তরে
বলবো না গো আর কোনোদিন
ভালোবাসো তুমি মোরে
বলবো না গো আর কোনোদিন
ভালোবাসো তুমি মোরে
বলবো না গো আর কোনোদিন
ভালোবাসো তুমি মোরে