প্রেম করে মন দিলা না ।
আমি মরলে একটু কাঁদবা না ।
ও প্রেম করে মন দিলা না ।
আমি মরলে একটু কাঁদবা না ।
বন্ধু, মন ভাঙিয়া চইলা গেলে,
সুখ মেলে না, মেলে না ।
প্রেম করিয়া ছাইড়া গেলে,
সুখ মেলে না, মেলে না ।
প্রেম করে মন দিলা না ।
আমি মরলে একটু কাঁদবা না ।
ও প্রেম করে মন দিলা না ।
আমি মরলে একটু কাঁদবা না ।
পুকুর ধারে হাঁটতে গেলে,
তোমার কথা মনে পড়ে ।
রোজ বিকালে তোমার দেখা,
আর তো মেলে না রে ।
রোজ বিকালে তোমার দেখা,
আর তো মেলে না ।
দিন ফুরালে সন্ধ্যা নামে,
তোমার কথা মনে পড়ে ।
প্রেমে পাওয়া এত জ্বালা,
সইতে পারি না রে ।
প্রেমে পাওয়া এত জ্বালা,
সইতে পারি না রে ।
বন্ধু, মন ভাঙিয়া চইলা গেলে,
সুখ মেলে না, মেলে না ।
প্রেম করিয়া ছাইড়া গেলে,
সুখ মেলে না, মেলে না ।
প্রেম করে মন দিলা না ।
আমি মরলে একটু কাঁদবা না ।
ও প্রেম করে মন দিলা না ।
আমি মরলে একটু কাঁদবা না ।
জ্যোৎস্না রাতে জোনাক জ্বলে,
ব্যথার নদী বইয়া চলে ।
চোখের জলে বালিশ ভেজে,
ঘুমতো আসে না রে ।
চোখের জলে বালিশ ভেজে,
ঘুমতো আসে না ।
চোখ বুজিলে তুমি আসো,
মিছামিছি ভালোবাসো ।
চোখ মিলিয়া কাঁদতে থাকি,
ভালো লাগে না রে ।
চোখ মিলিয়া কাঁদতে থাকি,
ভালো লাগে না ।
কারও, মন ভাঙিয়া চইলা গেলে,
সুখ মেলে না, মেলে না ।
প্রেম করিয়া ছাইড়া গেলে,
সুখ মেলে না, মেলে না ।
প্রেম করে মন দিলা না ।
আমি মরলে একটু কাঁদবা না ।
ও প্রেম করে মন দিলা না ।
আমি মরলে তুমি কাঁদবা না ।
বন্ধু, মন ভাঙিয়া চইলা গেলে,
সুখ মেলে না, মেলে না ।
প্রেম করিয়া ছাইড়া গেলে,
সুখ মেলে না, মেলে না ।
প্রেম করে মন দিলা না ।
আমি মরলে একটু কাঁদবা না ।
ও প্রেম করে মন দিলা না ।
আমি মরলে তুমি কাঁদবা না ।
***** সুজল সরকার ******