menu-iconlogo
huatong
huatong
bay-of-bengal-nirob-durvikkho-cover-image

Nirob Durvikkho

Bay of Bengalhuatong
pcrichtonhuatong
بول
ریکارڈنگز
ছায়ার আড়ালে অন্য ছায়া

দৃষ্টির আড়ালে মিলিয়ে যায়

সময় এখানে থমকে দাঁড়ায়

নিথর মানুষের ক্রন্দনে হায়

বাতাস ভারী হচ্ছে গুমোট হাহাকারে

মৃত্যুর মিছিল আসছে ভেসে

কেউ শীতের রাতে ফুটপাতে আগুন জ্বালে

একটু আঁচের আশায়

আর কেউ অভিজাত রেস্টুরেন্টে

মত্ত শিশায়

কেউ খুঁজছে খাবার ডাস্টবিনে

শিশু খোঁজে মায়ের শুকনো বুকে

ওপাশ মেতেছে অশ্লিল উৎসবে

আর কেউ ভুগছে নিরব দুর্ভিক্ষে

জীবন এখানে বড় তুচ্ছ

উড়ছে রঙ্গিন ডানায় দ্রব্যমূল্য

বাতাস ভারী হচ্ছে গুমোট হাহাকারে

মৃত্যুর মিছিল আসছে ভেসে

কেউ শীতের রাতে ফুটপাতে আগুন জ্বালে

একটু আঁচের আশায়

আর কেউ অভিজাত রেস্টুরেন্টে

মত্ত শিশায়

কেউ খুঁজছে খাবার ডাস্টবিনে

শিশু খোঁজে মায়ের শুকনো বুকে

ওপাশ মেতেছে অশ্লিল উৎসবে

আর কেউ ভুগছে নিরব দুর্ভিক্ষে

কেউ শীতের রাতে ফুটপাতে আগুন জ্বালে

একটু আঁচের আশায়

আর কেউ অভিজাত রেস্টুরেন্টে

মত্ত শিশায়

কেউ খুঁজছে খাবার ডাস্টবিনে

শিশু খোঁজে মায়ের শুকনো বুকে

ওপাশ মেতেছে অশ্লিল উৎসবে

আর কেউ ভুগছে নিরব দুর্ভিক্ষে

Bay of Bengal کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے