কোন কাননের ফুল গো তুমি
কোন আকাশের চাঁদ গো তুমি
কোন রাখালের মধুর বাঁশির ধুন
ও ও ও জ্বালাইলা আগুন বুকে
জ্বালাইলা আগুন
জ্বালাইলা আগুন বুকে
জ্বালাইলা আগুন।
কোন ফাগুনের কোকিল তুমি
কোন নয়নের কাজল তুমি
ভোমর হয়ে কর যে গুনগুন
ও ও ও জ্বালাইলা আগুন বুকে
জ্বালাইলা আগুন
জ্বালাইলা আগুন বুকে
জ্বালাইলা আগুন।