কোন বাগানের ফুলগো তুমি কোন বাগানে থাকো
আমি ফুলের মালি হব পইসা নেব নাকো
আমি ফুলের মালি হব পইসা নেব নাকো
লাজেতে মুকটি কেন ঢাকো
ও ঢাকো ঢাকো
কোন বাগানের ফুলগো তুমি কোন বাগানে থাকো
আমি ফুলের মালি হব পইসা নেব নাকো
আমি ফুলের মালি হব পইসা নেব নাকো
প্রতিদিন চোখটা করে বন্ধ আমি হব আগেই অন্ধ
তারপরে নেব তোমার গন্ধ
প্রতিদিন চোখ'টা করে বন্ধ আমি হব আগেই অন্ধ
তারপরে নেব তোমার গন্ধ
লাজেতে মুকটি কেন ঢাকো
ও ঢাকো ঢাকো
লাজেতে মুকটি কেন ঢাকো
যে-মন জ্বলেতে নামাবো তোমাই চুল ভেঁজাব নাকো
জ্বলেতে নামাবো তোমাই চুল ভেঁজাব নাকো
কোন বাগানের ফুলগো তুমি কোন বাগানে থাকো
আমি ফুলের মালি হব পইসা নেব নাকো
আমি ফুলের মালি হব পইসা নেব নাকো
চিরদিন করব মধুর সন্ধি আমার বুকে রবে বন্ধি
করব'না মধু নেবার ফন্দি
চিরদিন করব মধুর সন্ধি আমার বুকে রবে বন্দি
করব'না মধু নেবার ফন্দি
লাজেতে মুকটি কেন ঢাকো
ও ঢাকো ঢাকো
লাজেতে মুকটি কেন ঢাকো
এমন মালির ছবি ফুলের রঙে হৃদয় পাতাই আকঁ
মালির ছবি ফুলের রঙে হৃদয় পাতাই আকঁ
কোন বাগানের ফুলগো তুমি কোন বাগানে থাকো
কোন বাগানের ফুলগো তুমি কোন বাগানে থাকো
আমি ফুলের মালি হব পইসা নেব নাকো
আমি ফুলের মালি হব পইসা নেব নাকো
লাজেতে মুকটি কেন ঢাকো
ও ঢাকো ঢাকো
কোন বাগানের ফুলগো তুমি কোন বাগানে থাকো
আমি ফুলের মালি হব পইসা নেব নাকো
আমি ফুলের মালি হব পইসা নেব নাকো