M. /তুমি থাকো ওই পারে
আর আমি থাকি এই পারে।
দুইয়ের মাঝে ভরা নদী মিলন হবে কি করে।
≠==========
F. /আমায় পেতে বন্ধু
তুমি আসো যদি এই পারে।
বুকের মাঝে যতন করে রখাবো আমি তোমারে।
M. /ঘাটে বাঁধা নাই যে তরী
কেমনে যাবো তোমার বাড়ি।
পরাণ আমার সয়নারে।
F. /তুমি প্রেমের নাও বানিয়ে ভালোবাসার
বৈইঠা বেয়ে যাও নিয়ে যাও আমারে।
===========
<<<<<<<<<<<
? ?
____Bristy_____
M. /দুই কূলেতে থাকলে দু
জন পিরিত কি আর মধুর হয়।
চোখে চোখে দেখাদেখি এ যে ভীষণ জ্বালাময়।
=========
F. /দূরত্ব কি গুরুত্ব
পাই প্রেমিক যদি খাঁটি হয়।
এক নিমিষেই সকল বাঁধা মেনে নেবে পরাজয়।
দুই হাতে পড়িয়া চুড়ি
পিন্দিয়া গোলাপি শাড়ি।
==========
দুই হাতে পড়িয়া চুড়ি পিন্দিয়া
গোলাপি শাড়ি অপেক্ষতে আছিরে।
M. /ঘাটে বাঁধা নাই যে তরী কেমনে
যাবো তোমার বাড়ি পরাণ আমার সয়নারে।
===≠========
? ?
°°°°Bristy°°°°°
F. /প্রেমের আগুন জ্বলে
দিগুণ মন তোমারে কাছে চাই।
তোমার তরে পাগল আমি পরাণ আমার জ্বলে যায়।
===========
M. /হাঁটু জ্বলে নামলে
তুমি আমি যে মাঝ দরিয়াই।
তোমার পানে ছুটবো তাতে জীবন যদি চলেও যায়।
তুমি যদি থাকো রাজি ধরতে পারি জীবন বাজি।
==========
তুমি যদি থাকো রাজি ধরতে পারি
জীবন বাজি থেকো না দূরে দূরে।
F. /তুমি প্রেমের নাও বানিয়ে ভালোবাসার
বৈইঠা বেয়ে যাও নিয়ে যাও আমারে।
M. /তুমি থাকো ওই পারে
আর আমি থাকি এই পারে।
দুইয়ের মাঝে ভরা নদী মিলন হবে কি করে।
F. /আমায় পেতে বন্ধু
তুমি আসো যদি এই পারে।
বুকের মাঝে যতন করে রখাবো আমি তোমারে।
M. /ঘাটে বাঁধা নাই যে তরী কেমনে
যাবো তোমার বাড়ি পরাণ আমার সয়নারে।
F. /তুমি প্রেমের নাও বানিয়ে ভালোবাসার
বৈইঠা বেয়ে যাও নিয়ে যাও আমারে।
----সমাপ্ত ---