মেয়ে: জীবন বলে পেয়েছি আমি
জীবনের, চিরসাথী
ছেলে: আঁধার বলে পেয়েছি আমি
আধারে আলোর বাতি
মেয়ে: তোমাকে চাই
শুধু যে চাই
এই চাওয়ার
শেষ তো নাই
ছেলে: তোমাকে পাই
যেভাবে পাই
সেই পাওয়ার
শেষ তো নাই
মেয়ে: জীবন বলে পেয়েছি আমি
জীবনের, চিরসাথী
:
আপলোড বাই ‘ইমাম’ টিআরএন
ফ্যামিলিতে সবাইকে স্বাগতম
:
মেয়ে: এই ফাগুনে সেই শ্রাবণে
থাকবো কাছে এই দু’জনে
ছেলে: এক কামনা এক ভাবনা
দুটি মনের এক বাসনা
মেয়ে: নিজেকে তাই হারাতে চাই
ঐ বুকে দাওনা ঠাই
ছেলে: তোমাকে পাই
যেভাবে পাই
সেই পাওয়ার
শেষ তো নাই
মেয়ে: জীবন বলে পেয়েছি আমি
জীবনের, চিরসাথী
:
আপলোড বাই ‘ইমাম’ টিআরএন
ফ্যামিলিতে সবাইকে স্বাগতম
:
ছেলে: সুখ বিলাবো, প্রাণ দোলাবো
স্বপ্ন দিয়ে চোখ ভরাবো
মেয়ে: ঠোট রাঙ্গিয়ে, লাজ লুকিয়ে
এইতো আছি নাও জড়িয়ে
ছেলে: তোমাকে পাই
যেভাবে পাই
এই পাওয়ার
শেষ তো নাই
মেয়ে: তোমাকে চাই
শুধু যে চাই
এই চাওয়ার
শেষ তো নাই
ছেলে: জীবন বলে পেয়েছি আমি
জীবনের, চিরসাথী
মেয়ে: আঁধার বলে পেয়েছি আমি
আধারে আলোর বাতি
ছেলে: তোমাকে পাই
যেভাবে পাই
সেই পাওয়ার
শেষ তো নাই
মেয়ে: তোমাকে চাই
শুধু যে চাই
এই চাওয়ার
শেষ তো নাই
ছেলে+মেয়ে: জীবন বলে পেয়েছি আমি
জীবনের, চিরসাথ