menu-iconlogo
huatong
huatong
chanchal-chowdhury-shada-shada-kala-kala-cover-image

Shada Shada Kala Kala

Chanchal Chowdhuryhuatong
♛♚★🆁🅰︎🅹🅸🅱︎★♚♛huatong
بول
ریکارڈنگز
তুমি বন্ধু কালা পাখি

আমি যেন কি ?

বসন্ত কালে তোমায়

বলতে পারিনি।

তুমি বন্ধু কালা পাখি

আমি যেন কি ?

বসন্ত কালে তোমায়

বলতে পারিনি।

বসন্ত কালে তোমায়

বলতে পারিনি।

সাদা সাদা কালা কালা

রং জমেছে সাদা কালা,

সাদা সাদা কালা কালা

রং জমেছে সাদা কালা।

হইছি আমি মন পাগলা

বসন্ত কালে ..

তুমি বন্ধু কালা পাখি

আমি যেন কি ?

বসন্ত কালে তোমায়

বলতে পারিনি।

বসন্ত কালে তোমায়

বলতে পারিনি।

পিরিত ভালা গলার মালা

বললে কি আর হয়,

যারে ভালো লাগে আমার

দেখলে তারে চোখে নেশা হয়

রে বন্ধু চোখে নেশা হয়।

পিরিত ভালা গলার মালা

বললে কি আর হয়,

যারে ভালো লাগে আমার

দেখলে তারে চোখে নেশা হয়

রে বন্ধু চোখে নেশা হয়।

সাদা সাদা কালা কালা

রঙ জমেছে সাদা কালা,

সাদা সাদা কালা কালা

রঙ জমেছে সাদা কালা।

হইছি আমি মন পাগলা

বসন্ত কালে ..

তুমি বন্ধু কালা পাখি

আমি যেন কি ?

বসন্ত কালে তোমায়

বলতে পারিনি,

বসন্ত কালে তোমায়

বলতে পারিনি ..

বসন্ত কালে তোমায়

বলতে পারিনি,

বসন্ত কালে তোমায়

বলতে পারিনি ..

Chanchal Chowdhury کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے