menu-iconlogo
huatong
huatong
avatar

iStream - More jabo re

Chirkutthuatong
Invictus.huatong
بول
ریکارڈنگز
একটু তোমায় নিলাম আমি

এক চিমটি মেঘে থামি

জলের ছিটেয় নিলাম পাগলামি

একটু তুমি বুকের ভেতর

বেপরোয়া শ্রাবণ ভাদর

ভাসাও ডোবাও তোমারি আমি

মরে যাবো রে, মরে যাবো

কি অসহায় আমি একবার ভাবো

মরে যাবো রে, মরে যাবো

কি অসহায় আমি একবার ভাবো

তোমাকে ছেড়ে যাব কোথায়

তোমাকে ছেড়ে কি বাঁচা যায়

মেঘেরই ওই নীলে তুমি জীবন দিলে

এ বড় সুন্দর জ্বালায় আমায়

মেঘেরই ওই নীলে তুমি জীবন দিলে

এ বড় নির্মম পোড়ায় আমায়

একটু রাত ডুবে আসে

একটু আলো নিভে আসে

তুমি দূরে একা লাগে

মধুর ওই চাঁদটাকে

এ্যালুমিনিয়াম লাগে

হাটি আমি চাঁদও হাটে

মরে যাবো রে, মরে যাবো

কি অসহায় আমি একবার ভাবো

মরে যাবো রে, মরে যাবো

কি অসহায় আমি একবার ভাবো

ভালো লাগে না, লাগে না রে

বাঁচাবে আজ বলো কে আমারে

বুঝিনা জানিনা ,মেনেও মানিনা

সে ছাড়া নেই আমি ঘোর আঁধারে

এপারে ওপারে খুঁজি যে তাহারে

সে ছাড়া নেই আমি, চাই তাহারে

একটু তোমায় নিলাম আমি

এক চিমটি মেঘে থামি

জলের ছিটেয় নিলাম পাগলামি,

একটু তুমি বুকের ভেতর

বেপরোয়া শ্রাবণ ভাদর

ভাসাও ডোবাও তোমারি আমি।

মরে যাবো রে, মরে যাবো

কি অসহায় আমি একবার ভাবো

মরে যাবো রে, মরে যাবো

কি অসহায় আমি একবার ভাবো

মরে যাবো রে, মরে যাবো

কি অসহায় আমি একবার ভাবো

মরে যাবো রে, মরে যাবো

কি অসহায় আমি একবার ভাবো

মরে যাবো রে, মরে যাবো

কি অসহায় আমি..........

Chirkutt کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے