menu-iconlogo
huatong
huatong
dev2052-duchokher-bristite-bhije-bhije-sandhya-mukherjee-cover-image

Duchokher Bristite Bhije Bhije Sandhya Mukherjee

Dev2052huatong
debasish291huatong
بول
ریکارڈنگز
দু চোখের বৃষ্টিতে ভিজে ভিজে

ফোটে যে স্মৃতির রজনীগন্ধা

তখনি তো আসে গো শ্রাবণ সন্ধ্যা।

শ্রাবণ সন্ধ্যা শ্রাবণ সন্ধ্যা

দু চোখের বৃষ্টিতে ভিজে ভিজে

সে সময় কত কথা মনে পরে যায়

মন যেন মন নিয়ে খেলা করে হায়

সে সময় কত কথা মনে পরে যায়

মন যেন মন নিয়ে খেলা করে হায়

মনে পরে সেই প্রিয় মুখচন্দা

মনে পরে সেই প্রিয় মুখচন্দা

তখনি তো আসে গো শ্রাবণ সন্ধ্যা।

শ্রাবণ সন্ধ্যা শ্রাবণ সন্ধ্যা

দু চোখের বৃষ্টিতে ভিজে ভিজে

সে সময় সব ব্যথা মন ভুলে যায়

স্মরণের বাতায়ন যেই খুলে যায়

সে সময় সব ব্যথা মন ভুলে যায়

স্মরণের বাতায়ন যেই খুলে যায়

মেঘ-ছায়া আনে যেন সুখতন্দ্রা

মেঘ-ছায়া আনে যেন সুখতন্দ্রা

তখনি তো আসে গো শ্রাবণ সন্ধ্যা।

শ্রাবণ সন্ধ্যা শ্রাবণ সন্ধ্যা

Dev2052 کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے