menu-iconlogo
logo

মন জানে তুই ছাড়া কি একা লাগে

logo
بول
Song: Mon Jane tui

Singer: Imran &

Dilshad Nahar Kona

36

মন জানে তুই ছাড়া কি একা লাগে,

কাছে এলে হৃদয়েতে প্রেম জাগে

মন জানে তুই ছাড়া কি একা লাগে,

কাছে এলে হৃদয়েতে প্রেম জাগে

তোরই ইশারায়

আজকাল মন হারায়

এমন তো হয়নি আগে

মন জানে তুই ছাড়া কি একা লাগে

কাছে এলে হৃদয়েতে প্রেম জাগে

হো.. মন জানে তুই ছাড়া কি একা লাগে

কাছে এলে হৃদয়েতে প্রেম জাগে

36

মন জানে কতখানি

চেয়েছি তোকে আমি

জীবনে তুই যে আমার

সব চেয়ে বেশি দামী

ঠিকানা তোর, আমার হলো

রাত শেষে যে সকাল এলো

স্বপ্ন গুলো সবই সত্যি যে হলো

ভালোবাসি এই কথা কি বলা লাগে

বুকটা জুড়ে তুই যে শুধু শত ভাগে

মন জানে তুই ছাড়া কি একা লাগে

কাছে এলে হৃদয়েতে প্রেম জাগে।

36

তোর কাছে যত আসি

স্বাদ তবু যে মেটে না

এতোটা ভালোবাসি

মন যে তবু ভরে না

কেন যে হয়, এমন প্রনয়

মন সারাক্ষণ তোর কথা কয়

তোরই ভাবনাতে কাটে সময়

দূরে গেলে এই মনেতে ব্যথা লাগে

কাছে এলে হৃদয়েতে প্রেম জাগে

মন জানে তুই ছাড়া কি একা লাগে

কাছে এলে হৃদয়েতে প্রেম জাগে

তোরই ইশারায়

আজকাল মন হারায়

এমন তো হয়নি আগে

মন জানে তুই ছাড়া কি একা লাগে

কাছে এলে হৃদয়েতে প্রেম জাগে

মন জানে তুই ছাড়া কি একা লাগে

কাছে এলে হৃদয়েতে প্রেম জাগে

মন জানে তুই ছাড়া কি একা লাগে

কাছে এলে হৃদয়েতে প্রেম জাগে

Thanks

মন জানে তুই ছাড়া কি একা লাগে بذریعہ Dilshad Nahar Kona - بول اور کور