menu-iconlogo
huatong
huatong
avatar

দীপান্বিতা Sorry Dipannita

Dipannita Shorthuatong
sbirrellhuatong
بول
ریکارڈنگز
এ মন হারায় কেমন করে,

আমি তখন যোজন দূরে

একাকি সঙ্গি মৌনতা,

আকাশ যখন আঁধার ভীষণ,

এক ফোঁটা জল চেয়েছে মন,

অবহেলায় অপমানে,

পেয়েছে রিক্ত শুন্যতা।

M সমান্তরাল পথের বাকে,

তোমার পথের দিশা থাকে,

সে দিশা খোঁজে তোমাকে দীপান্বিতা ...

গাছের সবুজ পাতার ফাঁকে,

তোমার ছোঁয়া মিশে থাকে,

সে ছোঁয়া খোঁজে তোমাকে দীপান্বিতা...

یہ بھی پسند آسکتا ہے