menu-iconlogo
logo

Nodi ar sagorer milon kothay by Saazied

logo
avatar
Doli Shayontoni/Doly Sayantani/Doly Sayantanilogo
🇸 🇦 🇦 🇿 🇮 🇪 🇩 --🤴--🦋logo
ایپ میں گائیں
بول
0:00:37নদী আর সাগরের মিলন কোথায়

00:44সে তো শুধু মোহনায়

00:50চাঁদ আর সূর্যের মিলন কোথায়

00:56নিঝুম রাতের জোছনায়

01:02দুটি মনের হায় মিলন কোথায়

01:08সে তো শুধু ভালোবাসায়

01:14নদী আর সাগরের মিলন কোথায়

01:20সে তো শুধু মোহনায়

01:51সূর্যের আলো ছাড়া চাঁদ হাসে না

01:57তেমনি তুমি ছাড়া প্রাণ বাঁচে না

02:03স্বর্গের ছায়া তুমি এই দু চোখে

02:09তাইতো নিবিড় করে চাই তোমাকে

02:17তুমি আছো তাই জীবনে আমার

02:22সুখের ছায়া খুজে পাই

02:28নদী আর সাগরের মিলন কোথায়

02:34সে তো শুধু মোহনায়

03:05স্বপ্নের মত আছো এই জীবনে

03:11তেমনি তোমায় পাশে চাই মরণে

03:17নেই তো বুকের মাঝে কোন হাহাকার

03:23টানলে তুমি ইতি সব বেদনার

03:30তুমি আছো তাই আধারে আমার

03:36ছেয়ে গেছে জোছনা

03:42নদী আর সাগরের মিলন কোথায়

03:48সে তো শুধু মোহনায়

03:54চাঁদ আর সূর্যের মিলন কোথায়

04:00নিঝুম রাতের জোছনায়

04:06দুটি মনের হায় মিলন কোথায়

04:13সে তো শুধু ভালোবাসায়

04:19নদী আর সাগরের মিলন কোথায়

04:25সে তো শুধু মোহনায়