menu-iconlogo
huatong
huatong
fuadmasha-islam-mashar-gaan-cover-image

Masha'r Gaan

Fuad/Masha islamhuatong
nicole.tabareshuatong
بول
ریکارڈنگز
অনেক কথাই বলতে গিয়ে বলতে পারি না

মনের ভেতর ভালোবাসা এতো যন্ত্রণা

তোমার ছায়ায় বিষম খেয়ে

কেটে যায় সময়

সবাই বলে, "ভালোবাসলে এমনই হয়"

চন্দ্র-সূর্য সাক্ষী রেখে বলছি তোমাকে

"বড়ো বেশি ভালোবাসি তোমায় আমি যে"

আমি চন্দ্র-সূর্য সাক্ষী রেখে বলছি

তোমাকে, "বড়ো বেশি ভালোবাসি তোমায় আমি যে"

না-না-না, নারা-না-না, না-না-না-না-না

না-না-না, নারা-না-না, oh-ho-ho-ho-ho

শোনো প্রিয় তোমায় বলি আমার প্রার্থনা

এ জীবনে তোমায় ছাড়া কিছু চাই না

সেই কি তুমি সারাটাক্ষণ আমার কল্পনা?

সবাই বলে, "ভালোবাসলে এমনই হয়"

চন্দ্র-সূর্য সাক্ষী রেখে বলছি তোমাকে

"বড়ো বেশি ভালোবাসি তোমায় আমি যে"

আমি চন্দ্র-সূর্য সাক্ষী রেখে বলছি

তোমাকে, "বড়ো বেশি ভালোবাসি তোমায় আমি যে"

স্বপ্নে যদি তোমায় আমি এতো কাছে পাই

তবে তোমার সঙ্গ পেতে নিত্রা থাকতে চাই

যতো কথা লুকিয়ে আছে এই মনে

আজ সব লিখে দিবো আমার গানে, হে

চন্দ্র-সূর্য সাক্ষী রেখে বলছি তোমাকে

"বড়ো বেশি ভালোবাসি তোমায় আমি যে"

আমি চন্দ্র-সূর্য সাক্ষী রেখে বলছি

তোমাকে, "বড়ো বেশি ভালোবাসি তোমায় আমি যে"

আমি চন্দ্র-সূর্য সাক্ষী রেখে বলছি

তোমাকে, "বড়ো বেশি ভালোবাসি তোমায় আমি যে"

না-না-না, নারা-না-না, না-না-না-না-না

না-না-না, নারা-না-না, oh-ho-ho-ho-ho

Fuad/Masha islam کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے