menu-iconlogo
huatong
huatong
avatar

Neshar Nouka 2

Gogon Sakibhuatong
tarekul_50huatong
بول
ریکارڈنگز
Welcome TAREQUL music presents

প্রিয়ার ছলোনাতে হায়রে

বুকে কষ্টের ঢেউ

ছিলাম নারে আপন তাহার

ছিলো অন্য কেউ।

প্রিয়ার মিথ্যা ভালোবাসায়

বুকে কষ্টের ঢেউ

ছিলাম নারে আপন তাহার

ছিলো অন্য কেউ।

ছিলাম নারে আপন প্রিয়ার

ছিলো অন্য কেউ।

TAREQUL music Channel

আশায় আশায় রাইখা প্রিয়া

দিলোরে ধোঁকা

প্রিয়ার নিখুঁত অভিনয়ে

হইলাম রে বোকা

ওরে প্রতি রাইতে, আঁধার বাইয়া

কান্না ঝর্ণা ঝরে

আইজ নেশার নৌকার মাঝি কইরা,

হারায় গেল সে।

আশায় আশায় রাইখা প্রিয়া

দিলোরে ধোঁকা

প্রিয়ার নিখুঁত অভিনয়ে

হইলাম রে বোকা।

ওরে.. প্রিয়ার ছলোনাতে হায়রে

বুকে কষ্টের ঢেউ

ছিলাম নারে আপন তাহার

ছিলো অন্য কেউ।

ছিলাম নারে আপন প্রিয়ার

ছিলো অন্য কেউ।

Singer_tarekul Follow me

নেশার নৌকা বাইরে আমি

নেশার নৌকা বাই

রোজ রাইতেই নেশার নৌকায়

পাল্লা দিতে যাই

ওরে কাটে না রে ,কাটে না রে

কাটে না তার ঘোর

আজই পাড়ার লোকে বলে, হায়রে

আমি নেশা খোর।

নেশার নৌকা বাইরে আমি

নেশার নৌকা বাই

রোজ রাইতেই নেশার নৌকায়

পাল্লা দিতে যাই

প্রিয়ার ছলোনাতে হায়রে

বুকে কষ্টের ঢেউ

ছিলাম নারে আপন তাহার

ছিলো অন্য কেউ।

ছিলাম নারে আপন তাহার

ছিলো অন্য কেউ।

ছিলাম নারে আপন প্রিয়ার

ছিলো অন্য কেউ।

Gogon Sakib کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے

Neshar Nouka 2 بذریعہ Gogon Sakib - بول اور کور