menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Tomar Moner Vitor

Habib Wahid/Nancyhuatong
ojisojishuatong
بول
ریکارڈنگز
হো...হো...ওহো...হো...হো....

হো...হো...ওহো...হো...হো....

আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই

আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই

ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই

তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই

হো...হো...ওহো...হো...হো....

হো...হো...ওহো...হো...হো....

এ হৃদয়ে জ্বলছে এক যাতন মোমবাতি

তুমি আগুন হয়ে পুড়ছো আমায় সারা দিবা রাতি

এ হৃদয়ে জ্বলছে এক যাতন মোমবাতি

তুমি আগুন হয়ে পুড়ছো আমায় সারা দিবা রাতি

এ হৃদয়ে ফুটছে ফুল প্রেমের বার মাস

তুমি ফাগুন হয়ে রঙ ছোয়ালে

মনেরো নীল আকাশ...

আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই

আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই

হো...হো...ওহো...হো...হো....

হো...হো...ওহো...হো...হো....

এ প্রনয়ে অন্ধ হলাম প্রানের আলো তুমি

দুঃখ এলে ভুলে যেওনা বাঁচবো নাতো আমি

এ প্রনয়ে অন্ধ হলাম প্রানের আলো তুমি

দুঃখ এলে ভুলে যেওনা বাঁচবো নাতো আমি

এ প্রনয়ে কথা দিলাম সূয্যচন্দ্র তারা

সাক্ষী থেকো মরন যেনো হয়না তোমায় ছাড়া...

আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই

আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই

ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই

তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই

Habib Wahid/Nancy کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے