menu-iconlogo
huatong
huatong
avatar

Jahid Track -Setaar (সেতার )Hasan Ark-Sadhinota

Hasan arkhuatong
🎵ĴΔĦƗĐ🎶ΜỮŞƗĆ🎙️huatong
بول
ریکارڈنگز
শিরোনাম:সেতার

কণ্ঠ:হাসান (আর্ক্ )

অ্যালবাম:স্বাধীনতা

{{{আপলোডেড বাই জাহিদ }}}

সেতার সে জানে কিনা অবিচলো চঞ্চলতায়

কি যে অনুভূতি শুরু লহরী ঝংকারে বেঁধেছে সে

আমায়

সেতার সে বোঝে কিনা অবিরত ব্যাকুলতায়

কত দিবা নিশি কাছাকাছি আরো বাসনা ছিল আমার

বোঝে সে কি শূন্যতা এ হৃদয়ও নিরালায়

তারে ভুলে থাকা এ অপারগতা

আমাকে কি মানাই

বলা হলো না তো সেতার প্রেরণা ই

সুরের ঘারানাই

হাজার জীবনে তরে নিবেদিত জীবন

সেতার সারাক্ষণ শুভ কামনায়

প্রীতি শুভেচ্ছাই হৃদয় এ সহৃদয়

এ এ এ---আ হ্য হ্যাঁ

{{{আপলোডেড বাই জাহিদ }}}

বিষাদী জীবন যদি ছুঁয়ে যায় বিষন্নতায় কখনো

কখন কি একা প্রহরের সেতারের চেনা সুর

ডেকে যাবে আমায়

বোঝ বোঝে সেকি শূন্যতায় হৃদয়ে নিরালায়

তারে ভুলে থাকা এ অপারাগতা আমাকে কি মানায়

বলা হলো না তো সেতার প্রেরণায়

সুরের ঘারানাই

হাজার জীবনে তরে নিবেদিত জীবন

সেতার সারাক্ষণ শুভ কামনায়

প্রীতি শুভেচ্ছাই হৃদয় এ সহৃদয়

বোঝ বোঝে সেকি শূন্যতায় হৃদয়ে নিরালায়

তারে ভুলে থাকা এ অপারাগতা আমাকে কি মানায়

বলা হলো না তো সেতার প্রেরণায়

সুরের ঘারানাই

হাজার জীবনে তরে নিবেদিত জীবন

সেতার সারাক্ষণ শুভ কামনায়

প্রীতি শুভেচ্ছাই হৃদয় এ সহৃদয়

{{{আপলোডেড বাই জাহিদ }}}

****থাঙ্কস ফর লিস্টানিং****

Hasan ark کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے