====💝গানসুর💝_Oficial====
M] আমার গরুর গাড়ী তে
আমার গরুর গাড়ী তে
কেনো বলোনা তুমি আমায় বুঝনা
আমি তোমাকে ছাড়া কিছু ভালোবাসিনা
@===💝গানসুর_Oficial===@
M] কেনো বলোনা তুমি আমায় বুঝনা
আমি তোমাকে ছাড়া কিছু ভালোবাসিনা
তোমায় ঘর বাড়ি আমার লিখে দেবো বুঝিয়ে
তোমায় নিয়ে যাবো হায় পৃথিবীকে জানিয়ে
M] আমার গরুর গাড়ীতে গাড়ীতে
আমার গরুর গাড়ীতে বউ সাজিয়ে
তু্ততুর তুততুর তুততুর তু সানাই বাজিয়ে
আরে যাবো তোমায় শশুর বাড়ী নিয়ে
আরে যাবো তোমায় শশুর বাড়ী নিয়ে
F] তোমার ভাঙ্গা গাড়ীতে আমি যাব না
কারো ঘরের ঘরণী আমি হবনা
করবো নাতো কোন দিন বিয়ে
M] আরে যাবো তোমায় শশুর বাড়ী নিয়ে
@===💝গানসুর_Oficial===@
@=====Altaf_Khan-=====@
@=======Music=======@
F] কেনো বুঝনা তুমি আমার ইশারা
আমি দেবোনা এ মন
কাউকে তুমি ছাড়া
কেনো বুঝনা তুমি আমার ইশারা
আমি দেবোনা এ মন
কাউকে তুমি ছাড়া
M] তোমায় ঘর বাড়ি আমার লিখে দেবো বুঝিয়ে
তোমায় নিয়ে যাবো হায় পৃথিবীকে জানিয়ে
M] আমার গরুর গাড়ীতে গাড়ীতে
আমার গরুর গাড়ীতে বউ সাজিয়ে
তু্ততুর তুততুর তুততুর তু সানাই বাজিয়ে
আরে যাবো তোমায় শশুর বাড়ী নিয়ে
আরে যাবো তোমায় শশুর বাড়ী নিয়ে
F] তোমার ভাঙ্গা গাড়ীতে আমি যাব না
কারো ঘরের ঘরণী আমি হবনা
করবো নাতো কোন দিন বিয়ে
M] আরে যাবো তোমায় শশুর বাড়ী নিয়ে
গান শেষে একটি লাইক দিবেন প্লীজ নতুন গান পেতে আমাকে ফলো করুন
@»»====ধন্যবাদ====««@