menu-iconlogo
huatong
huatong
avatar

Ei Brishti Veja Rate

Hasan S.Iqbalhuatong
røckzz_nãyéèmhuatong
بول
ریکارڈنگز
আ..আহা হা..

আ হা হা.., আ হা হা..,

লা লা লা লা লা..

এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না।

এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না।

এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না।

বৃষ্টিরও ছন্দে, বকুলেরও গন্ধে,

বৃষ্টিরও ছন্দে, বকুলেরও গন্ধে,আমায় তুমি,

ফেলে যেওনা এই বৃষ্টিভেজা রাতে চলে যেওনা,

এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেওনা...।

কতোদিন পরে কাছে এলে,

ওগো এখনি কেন যাবে চলে..

এ হৃদয় জুড়ে পিয়াসা,

ভেঙ্গে দিওনা আমার এ আশা..

ভালো যদি আমায়, নাই বাসো..

একটু করো করুণা ।।

এই বৃষ্টি ভেজা রাতে চলে যেওনা,

এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেওনা ।।

জীবনের আকাঁবাকাঁ পথে,

ও গো কে রবে তোমার সাথে সাথে,

সবাই যখন চলে যাবে,

তবু আমায় তখন কাছে পাবে..

তুমি ছাড়া এই জীবনে,

আর তো কিছুই চাইবো না।।

এই বৃষ্টি ভেজা রাতে চলে যেওনা,

এই বৃষ্টি ভেজা রাতে চলে যেওনা..

বৃষ্টির ছন্দে, বকুলের গন্ধে,

বৃষ্টির ছন্দে, বকুলের গন্ধে,আমায় তুমি,

ফেলে যেওনা এই বৃষ্টিভেজা রাতে চলে যেওনা,

এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেওনা ।।

Hasan S.Iqbal کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے