menu-iconlogo
huatong
huatong
avatar

Amay Prashna Kare Neel Dhrubatara

Hemanta Kumar Mukhopadhyayhuatong
shellyp_starhuatong
بول
ریکارڈنگز
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতার

আর কত কাল আমি

ররো দিশে হারা

রবো দিশে হারা

জবাব কিছুই তার দিতে পারি নাই

শুধু পথও খুজে কেটে গেলো

এ জীবনও সারা

এ জীবনও সারা

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা

আর কত কাল আমি

রবো দিশে হারা

রবো দিশে হারা

কারা জেন,ভালোবেসে

আলো জ্বেলেছিলো

সূর্যের আলো তাই

নিভে গিয়েছিলো

কারা জেন,ভালোবেসে

আলো জ্বেলেছিলো

সূর্যের আলো তাই

নিভে গিয়েছিলো

নিজের ছায়ার পিছে

ঘুরে ঘুরে মরি মিছে

একদিন চেয়ে দেখি

আমি তুমি হারা

আমি তুমি হারা

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতার

আর কতকাল আমি

রবো দিশে হারা

রবো দিশে হারা

আমি পথ,খুজি নাকো

পথও মোরে খোজে

মনও যা বোঝে না বোঝে

না বোঝে তা বোঝে

আমি পথ,খুজি নাকো

পথও মোরে খোজে

মনও যা বোঝে না বোঝে

না বোঝে তা বোঝে

আমায় চতুর পাশে

সব কিছু যায় আসে

আমি শুধু তুষারিত

গতি হীনও ধারা

গতি হীনও ধারা

আমার প্রশ্ন করে নীল ধ্রুবতার

আর কত কাল আমি

রবো দিশেহারা

রবো দিশেহারা

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা

আর কত কাল আমি

রবো দিশে হারা

রবো দিশে হারা

জবাব কিছুই তার দিতে পারি নাই

শুধু পথও খুজে কেটে গেলো

এ জীবন সারা

এ জীবন সারা

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা

আর কতকাল আমি

রবো দিশে হারা

রবো দিশে হারা

Hemanta Kumar Mukhopadhyay کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے