menu-iconlogo
huatong
huatong
hemanta-kumar-mukhopadhyay-ami-dur-hote-tomarei-dekhechhi-cover-image

Ami Dur Hote Tomarei Dekhechhi

Hemanta Kumar Mukhopadhyayhuatong
pecanrican27huatong
بول
ریکارڈنگز
আমি দূর হতে তোমারেই দেখেছি

আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি

আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

বাজে কিনিকিনি রিনিঝিনি

তোমারে যে চিনি চিনি

মনে মনে কত ছবি এঁকেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি

আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল

তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল

ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল

তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল

ওই রূপের মাধুরি মোর সঞ্চয়ে রেখেছি

দূর হতে তোমারেই দেখেছি

আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

কস্তুরি মৃগ তুমি

যেন কস্তুরি মৃগ তুমি

আপন গন্ধ ঢেলে এই হৃদয় ছুঁয়ে গেলে

সে মায়ায় আপনারে ঢেকেছি

ওই কপোলে দেখেছি লাল পদ্ম

যেন দল মেলে ফুটেছে সে সদ্য

ওই কপোলে দেখেছি লাল পদ্ম

যেন দল মেলে ফুটেছে সে সদ্য

আমি ভ্রমরের গুঞ্জনে তোমারেই ডেকেছি

দূর হতে তোমারেই দেখেছি

আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

বাজে কিনিকিনি রিনিঝিনি

তোমারে যে চিনি চিনি

মনে মনে কত ছবি এঁকেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি

আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

Hemanta Kumar Mukhopadhyay کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے