menu-iconlogo
huatong
huatong
بول
ریکارڈنگز
কাটেনা সময় যখন আর কিছুতে

বন্ধুর টেলিফোনে মন বসে না

জানালার গ্রীলটাতে ঠেকাই মাথা

মনে হয় বাবর মত কেউ বলে না

আয় খুকু আয়

আয় খুকু আয়

আয় খুকু আয়

আয় খুকু আয়

আয়রে আমার সাথে গান গেয়ে যা

নতুন নতুন সুর নে শিখে নে

কিছুই যখন ভাল লাগবে না তোর

পিয়ানোয় বসে তুই বাজাবিরে

আয় খুকু আয়

আয় খুকু আয়

সিনেমা যখন চোখে জ্বালা ধরায়

গরম কফির মজা জুড়িয়ে যায়

কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি

মনে হয় বাব যদি বলতো আমায়

আয় খুকু আয়

আয় খুকু আয়

আয় খুকু আয়

আয় খুকু আয়

আয়রে আমার সাথে আয় এখনি

কোথাও ঘুরে আসি শহর ছেড়ে

ছেলেবেলার মত বায়না করে

কাছ থেকে নেনা তুই আমায় কেড়ে

আয় খুকু আয়

আয় খুকু আয় …

দোকানে যখন আসি সাজবো বলে

খোঁপাটা বেঁধে নেই ঠাণ্ডা হাওয়ায়

আরশিতে যখনই চোখ পড়ে যায়

মনে হয় বাবা যেন বলছে আমায়

আয় খুকু আয়

আয় খুকু আয়

আয় খুকু আয়

আয় খুকু আয়

আয়রে আমার কাছে আয় মামনি

সবার আগে আমি দেখি তোকে

দেখি কেমন খোঁপা বেঁধেছিস তুই

কেমন কাজল দিলি কালো চোখে

আয় খুকু আয়

আয় খুকু আ……

ছেলেবেলার দিন ফেলে এসে

সবাই আমার মত বড় হয়ে যায়

জানিনা কজনে আমার মতন

মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায়

আয় খুকু আয়

আয় খুকু আয়

আয় খুকু আয়

আয় খুকু আয়

আয়রে আমার পাশে আয় মামনি

এ হাতটা ভাল করে ধর এখনি

হারানো সেদিনে চল চলে যাই

ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি

আয় খুকু আয়

আয় খুকু আয়

আয় খুকু আয়

আয় খুকু আয়

আয় খুকু আয়

আয় খুকু আয়

Hemanta Mukherjee /Sravanti Mazumder کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے