বিসমিল্লাহির রাহমানির রাহিম
দেখা দাও রাসুলুল্লাহ তুমি
কাঁদে আশিক ও তোমার
আছো শুয়ে মাদিনায় তুমি
ডেকে নাও রওজা তোমার
রাসুলুল্লাহ,,,,,।
কি উপায় হবে আমার
রাসুলুল্লাহ,,,,,।
কি উপায় হবে আমার
ওই মদিনার পথের ধুলি
মাখতাম আমি পেলে সুরমা বলি
ঐ মদিনার পথের ধুলি
মাখতাম আমি পেলে সুরমা বলি
ফিরে পেতো এ নয়নে নূরেরই আধার
ডেকে নাও রওজা তোমার
রাসূলুল্লাহ,,,,,।
কি উপায় হবে আমার
রাসুলুল্লাহ,,,,।
কি উপায় হবে আমার
মরণের চিঠি যখন আসবে আমার
কালিমার তালকিন্ দিও বারে বার
মরণের চিঠি যখন আসবে আমার
কালিমার তালকিন দিও বারে বারে
প্রাণ ভরে দেখবো চেহারা তোমার
ডেকে নাও রওজা তোমার
রাসুলুল্লাহ,,,,,।।
কি উপায় হবে আমার
রাসুলুল্লাহ,,,,।
কি উপায় হবে আমার
তোমার দেশে যায় কত আশেকান
এই অধম পড়ে আছি বাংলায় অতান
তোমার দেশে যায় কত আশেকান
এই অধম পড়ে আছি বাংলায় অতান
যেতে পারলাম না আমি দেশেতে তোমার
ডেকে নাও রওজা তোমার
রাসুলুল্লাহ ,,,,,,,,।
কি উপায় হবে আমার
রাসুলুল্লাহ,,,,,,
কি উপায় হবে আমার
(((( সমাপ্ত ))))