FOLLOW BY HUSSAIN
SONG DESHER GAN
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি
চিরদিন তোমার আকাশ
তোমার বাতাস
আমার প্রাণে...
ওমা আমার প্রাণে বাজায় বাঁশি
সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি
FOLLOW BY HUSSAIN
সব কটা জানালা খুলে দাও না
আমি গাইব গাইব বিজয়েরই গান
ওরা আসবে চুপি চুপি
যারা এই দেশটাকে ভালবেসে দিয়ে গেছে প্রাণ
সব কটা জানালা খুলে দাও না
FOLLOW BY HUSSAIN
ধন ধান্য পুষ্প ভরা
আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক
সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরী সে দেশ
স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে
আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি
FOLLOW BY HUSSAIN
এই পদ্মা এই মেঘনা
এই যমুনা সুরমা নদী তটে
এই পদ্মা এই মেঘনা
এই যমুনা সুরমা নদী তটে
আমার রাখাল মন গান গেয়ে যায়
আমার রাখাল মন গান গেয়ে যায়
এই আমার দেশ এই আমার প্রেম
আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে
কতো আনন্দ বেদনায়
মিলন বিরহ সংকটে
এই পদ্মা এই মেঘনা
এই যমুনা সুরমা নদী তটে
FOLLOW BY HUSSAIN
একটি বাংলাদেশ
তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়
তুমি আমার অহংকার..
একটি বাংলাদেশ
তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়
তুমি আমার অহংকার
FOLLOW BY HUSSAIN
তুমার স্বাধীনতা
গৌরব সৌরভে
এনেছে আমার প্রাণের সূর্যে
রৌদ্রেরও সজীবতা
তুমার স্বাধীনতা
গৌরব সৌরভে
এনেছে আমার প্রাণের সূর্যে
রৌদ্রেরও সজীবতা
দিয়েছে সোনালী সুখী জীবনের
দৃপ্ত অঙ্গীকার
সারা বিশ্বের বিস্ময়
তুমি আমার অহংকার
একটি বাংলাদেশ
তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়
তুমি আমার অহংকার
FOLLOW BY HUSSAIN
জন্ম আমার ধন্য হলো মা গো
এমন করে আকুল হয়ে
আমায় তুমি ডাকো
জন্ম আমার ধন্য হলো মা গো
এমন করে আকুল হয়ে
আমায় তুমি ডাকো
তোমার কথায় হাসতে পারি
তোমার কথায় কাঁদতে পারি
তোমার কথায় হাসতে পারি
তোমার কথায় কাঁদতে পারি
মরতে পারি তোমার বুকে
মরতে পারি তোমার বুকে
বুকেই যদি রাখো আমায়
বুকেই যদি রাখো মা গো
এমন করে আকুল হয়ে
আমায় তুমি ডাকো
THANK YOU