menu-iconlogo
huatong
huatong
avatar

বলতে বলতে চলতে চলতে

Imran Khanhuatong
one_pretty_girl2003huatong
بول
ریکارڈنگز
বলতে বলতে চলতে চলতে

বলতে চেয়ে মনে হয়

বলতে তবু দেয়না হৃদয়,

কতটা তোমায় ভালবাসি।

চলতে গিয়ে মনে হয়

দুরত্ব কিছু নয়,

তোমারি কাছেই ফিরে আসি

তুমি তুমি তুমি শুধু

এই মনের আনাছে কানাছে,

সত্যি বলনা কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে

তুমি তুমি তুমি শুধু

এই মনের আনাছে কানাছে,

সত্যি বলনা কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে

বলতে চেয়ে মনে হয়

বলতে তবু দেয়না হৃদয়,

কতটা তোমায় ভালবাসি

মেঘের খামে আজ তোমার নামে

উড়ো চিঠি পাঠিয়ে দিলাম,

পড়ে নিও তুমি মিলিয়ে নিও

খুব যতনে তা লিখে ছিলাম

মেঘের খামে আজ তোমার নামে

উড়ো চিঠি পাঠিয়ে দিলাম,

পড়ে নিও তুমি মিলিয়ে নিও

খুব যতনে তা লিখে ছিলাম

ও চাই পেতে আরও মন

পেয়েও এত কাছে,

বলতে চেয়ে মনে হয়

বলতে তবু দেয়না হৃদয়,

কতটা তোমায় ভালবাসি

মন অল্পতে প্রিয় গল্পতে

কল্পনায় স্বপ্ন আঁকে,

ভুল ত্রুটি আবেগী খুঁনসুটি

সারাক্ষণ তোমায় ছোঁয়ে রাখে

মন অল্পতে প্রিয় গল্পতে

কল্পনায় স্বপ্ন আঁকে,

ভুল ত্রুটি আবেগী খুঁনসুটি

সারাক্ষণ তোমায় ছোঁয়ে রাখে

ও চাই পেতে আরও মন

পেয়েও এত কাছে,

বলতে চেয়ে মনে হয়

বলতে তবু দেয়না হৃদয়,

কতটা তোমায় ভালবাসি

Imran Khan کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے

বলতে বলতে চলতে চলতে بذریعہ Imran Khan - بول اور کور