menu-iconlogo
huatong
huatong
ishaan-gulbahar-cover-image

Gulbahar

Ishaanhuatong
rob.knightonhuatong
بول
ریکارڈنگز
লাল বাজারে গলির মোড়ে

পান দোকানের খরিদ্দার

বাকের আলীর আদুরে মেয়ে

নাম ছিল তার গুলবাহার

লাল বাজারে গলির মোড়ে

পান দোকানের খরিদ্দার

বাকের আলীর আদুরে মেয়ে

নাম ছিল তার গুলবাহার

নাম ছিল তার গুলবাহার

দেখতে ভারী চমৎকার

তুলনা যে হয় না তার

হোসনে আরা গুলবাহার

বাকের আলীর আদুরে মেয়ে

নাম ছিল তার গুলবাহার!

চালাক চতুর ভঙি মাখা

কারসাজি তার বেজায় খুব

নাস্তানাবুদ হয়ে শেষে

প্রেম দরিয়ায় দিলাম ডুব

চালাক চতুর ভঙি মাখা

কারসাজি তার বেজায় খুব

নাস্তানাবুদ হয়ে শেষে

প্রেম দরিয়ায় দিলাম ডুব

দরখাস্ত আদান-প্রদান

আদর, সোহাগ

রাগ, অভিমান

দরখাস্ত আদান-প্রদান

আদর, সোহাগ

রাগ, অভিমান

পথে-ঘাটে ইনতেজার

হোসনে আরা গুলবাহার!

মুসাফিরি দিশেহারা

বান্ধা প্রেমের কাফেলায়

কেচ্ছা গজল মেহফিলে

হাঙ্গামা মাতে জলসায়

মুসাফিরি দিশেহারা

বান্ধা প্রেমের কাফেলায়

কেচ্ছা গজল মেহফিলে

হাঙ্গামা মাতে জলসায়

হঠাৎ একদিন গায়েব হয়ে

ঘায়েল করে এ আমারে

করলো প্রেমের ইশতাহার

হোসনে আরা গুলবাহার

খোশমেজাজি মন তাহার

নাজির হলো ঘুম আমার

নাম ছিল তার গুলবাহার

দেখতে ভারী চমৎকার

তুলনা যে হয় না তার

হোসনে আরা গুলবাহার

বাকের আলীর আদুরে মেয়ে

নাম ছিল তার গুলবাহার!

Ishaan کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے