menu-iconlogo
huatong
huatong
avatar

️Ektuku Chowa Lage একটুকু ছোঁয়া লাগে

Jayati Chakrabortyhuatong
silverhors3huatong
بول
ریکارڈنگز
F একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি,

তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী

M একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি,

তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী

F একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি

Music.......

M কিছু পলাশের নেশা,

কিছু বা চাঁপায় মেশা

F কিছু পলাশের নেশা,

কিছু বা চাঁপায় মেশা

F M তাই দিয়ে সুরে সুরে,

রঙে রসে জাল বুনি

তাই দিয়ে সুরে সুরে, রঙে রসে জাল বুনি

F রচি মম ফাল্গুনি

একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি

M যেটুকু কাছেতে আসে ক্ষণিকের

ফাঁকে ফাঁকে

চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে

F যেটুকু কাছেতে আসে ক্ষণিকের

ফাঁকে ফাঁকে

চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে

F M যেটুকু যায়রে দূরে,

ভাবনা কাঁপায় সুরে

F যেটুকু যায়রে দূরে, ভাবনা কাঁপায় সুরে

M তাই নিয়ে যায় বেলা নূপুরেরও তাল গুনি,

F তাই নিয়ে যায় বেলা নুপুরেরও তাল গুনি

রচি মম ফাল্গুনি

F M একটুকু ছোঁয়া লাগে

একটুকু কথা শুনি

তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী,

একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি

Jayati Chakraborty کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے