menu-iconlogo
huatong
huatong
jazper-na-na-na-jii-na---jazper-cover-image

Na Na Na Jii Na - JAZPER.♠️

JAZPER.♠️huatong
JAZPER.♠️huatong
بول
ریکارڈنگز
01:23s 05:03s

এই একলা ঘর আমার দেশ

আমার একলা থাকার অভ্যেস

ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা

বোবা টেলিফোনের পাশে বসে

তবু গভীর রাতের অগভীর সিনেমায়

যদি প্রেম চায় নাটুকে বিদায়

আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার

দেখি চোখ ভিজে যায় কান্নায়

এই একলা ঘর আমার দেশ

আমার একলা থাকার অভ্যেস

ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা

বোবা টেলিফোনের পাশে বসে

তবু গভীর রাতের অগভীর সিনেমায়

যদি প্রেম চায় নাটুকে বিদায়

আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার

দেখি চোখ ভিজে যায় কান্নায়

2:18s না না কাঁদছি না..

তোমায় ভাবছি না..

মনে পড়ছে না তোমাকেই..

তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি

সেই ফেলে আসা অতীতেই

সেই ক্ষতিতেই

03;00s 3:26s

বন্ধুদের ভিড়েও একলা একলা আমি

খুঁজে ফিরি লক্ষ্য আমার

পাল্টাচ্ছে না এই অবস্থাটা

যদিও পাল্টে যাওয়াই দরকার

তোমার বাড়ির পথে চলেছি আবার

দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়

জানালার কাঁচে তুমি দেখতে পাবে কি

নাকি ঝাপসা তা ঘোর বর্ষায়

বন্ধুদের ভিড়েও একলা একলা আমি

খুঁজে ফিরি লক্ষ্য আমার

পাল্টাচ্ছে না এই অবস্থাটা

যদিও পাল্টে যাওয়াই দরকার

তোমার বাড়ির পথে চলেছি আবার

দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়

জানালার কাঁচে তুমি দেখতে পাবে কি

নাকি ঝাপসা তা ঘোর বর্ষায় 3:55s 2:31s

না না যাচ্ছি না..

কোথাও যাচ্ছি না..

খুঁজে পাচ্ছি না সে পথটাকেই

তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি

সেই ভুলে যাওয়া তোমাকেই..

সেই তোমাকেই...

4:55s 1:32s

না না কাঁদছি না

তোমায় ভাবছি না

মনে পড়ছে না তোমাকেই

তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি

সেই ফেলে আসা অতীতেই

না না যাচ্ছি না

কোথাও যাচ্ছি না

খুঁজে পাচ্ছি না সে পথটাকেই

তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি

সেই ভুলে যাওয়া তোমাকেই

সেই তোমাকেই, তোমাকেই

সেই তোমাকেই..

JAZPER.♤

JAZPER.♠️ کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے