আরে মন্টা করে উরু উরু
আরে মেলতে পাখা চায়রে
আরে বন্ধু আমার বুকের মাঝে
ডুগডুগি বাজায় রে হায়..
আরে বন্ধু আমার বুকের মাঝে
ডুগডুগি বাজায় রে হায়..
Uploded by song
Altafkhan_Oficial
মন্টা করে উরু উরু উরু উরু
বুকটা করে দুরু দুরু দুরু দুরু
হেই মন্টা করে উরু উরু
বুকটা করে দুরু দুরু
পড়াণের বন্ধু যখন পায়রে
মন্টা করে উরু উরু
বুকটা করে দুরু দুরু
পড়াণের বন্ধু যখন পায়রে
আকাশে উড়াল দিয়া
যামুরে অরে লইয়া
কলিজায় বাজে বল
তাকধুমা ধুম ধুম রে
আজ আমার মন্টা যে তাই
পেখম তুইলা নাচেরে
আজ আমার মন্টা যে তাই
পেখম তুইলা নাচেরে
আজ আমার মন্টা যে তাই
পেখম তুইলা নাচেরে
আজ আমার মন্টা যে তাই
পেখম তুইলা নাচেরে
নাচেরে নাচেরে
নাচেরে নাচেরে
পাথর চাপা বুকে নদী
কলকলায়া বয়রে
শুকনা ডালে গজায় পাতা
সবুজতে কি হয়রে
হো পাথর চাপা বুকে নদী
কলকলাইয়া বয়রে
শুকনা ডালে গজায় পাতা
সবুজতে কি হয়রে
ইচ্ছেরা খায় হামাগুড়ি
আরে বন্ধু আমার সুন্দরী হায়
ইচ্ছেরা খায় হামাগুড়ি
বন্ধু আমার সুন্দরী
বোবা এই জীবন টা গান গায়রে
আকাশে উড়াল দিয়া
যামুরে অরে লইয়া
কলিজায় বাজে বল
তাকধুমা ধুম ধুম রে
আজ আমার মন্টা যে তাই
পেখম তুইলা নাচেরে
আজ আমার মন্টা যে তাই
পেখম তুইলা নাচেরে
আজ আমার মন্টা যে তাই
পেখম তুইলা নাচেরে
আজ আমার মন্টা যে তাই
পেখম তুইলা নাচেরে
নাচেরে নাচেরে
নাচেরে নাচেরে
মনের ডালে জুড়া শালিক
প্রাণের কথা কয়রে
ফুরুত ফারুত অরে চড়ায়
ডিগবাজি ঐ খায়রে
মনের ডালে জুড়া শালিক
প্রাণের কথা কয়রে
ফুরুত ফারুত অরে চড়ায়
ডিগবাজি ঐ খায়রে
স্বপ্নে লাগে সুরশুরি
বন্ধু আমার সুন্দরী
হই স্বপ্নে লাগে সুরশুরি
আরে বন্ধু আমার সুন্দরী
মেঘলা দিনটা রোদে চায়রে
আকাশে উড়াল দিয়া
যামুরে অরে লইয়া
কলিজায় বাজে বল
তাকধুমা ধুম ধুম রে
আজ আমার মন্টা যে তাই
পেখম তুইলা নাচেরে
আজ আমার মন্টা যে তাই
পেখম তুইলা নাচেরে
আজ আমার মন্টা যে তাই
পেখম তুইলা নাচেরে
আজ আমার মন্টা যে তাই
পেখম তুইলা নাচেরে
নাচেরে নাচেরে
নাচেরে নাচেরে
নাচেরে নাচেরে
নাচেরে নাচেরে
ধন্যবাদ সবাইকে