menu-iconlogo
logo

চিরদিনি তুমি যে আমার

logo
بول
এ জীবন ফুরিয়ে যে দিন

পাবো এক নতুন জীবন

সেই দিনও হবে একাকার

দুজনার এই দুটি মন

এ জীবন ফুরিয়ে যে দিন

পাবো এক নতুন জীবন

সেই দিনও হবে একাকার

দুজনার এই দুটি মন

হৃদয়ের সব কবিতা ঝরে পরে ছন্দকারে

চিরদিনি তুমি যে আমার

যুগে যুগে আমি তোমারি

আমি আছি সেই যে তোমার

তুমি আছো সেই আমারি

সংগী... সংগী... আমারা অমর সংগী...!

চিরদিনি তুমি যে আমার بذریعہ Jeet Gannguli - بول اور کور