menu-iconlogo
huatong
huatong
avatar

ma tumi amar age jeona go more

Jeet Ganngulihuatong
montsourirehuatong
بول
ریکارڈنگز
মা তুমি আমার আগে যেও না গো মরে

মা তুমি আমার আগে যেও না গো মরে

আমি কেমন করে দেবো মাটি তোমার কবরে

আমি কেমন করে দেবো মাটি তোমার কবরে

মা তুমি আমার আগে যেও না গো মরে

মা তুমি আমার আগে যেও না গো মরে

নরম বিছানার তুমি থাকো মাগো

বসলে বসো শীতল পাটিতে

আমি কেমন করে সেই তোমাকে... মা...

সোয়াবো গো শন্ত মাটিতে...

সোয়াবো গো শন্ত মাটিতে

দশ মাস দশ দিন ধরে

যে আমাকে রেখেছ মা তোমার জঠোরে...

তুমি আমার আগে যেও না গো মরে

মা তুমি আমার আগে যেও না গো মরে

অনেক আদরের ছেলে তোমার আমি

একলা ফেলে দুরে থেকো না

আমি কেমন করে দিন কাটাবো... মা...

তোমায় ছেরে ভেবে দেখা না

একবার তুমি ভেবে দেখা না

এই পৃথিবীর আলো আমায় যে দেখালো

তাকে মাটি দেবো কি করে

তুমি আমার আগে যেও না গো মরে

মা তুমি আমার আগে যেও না গো মরে

মা তুমি আমার আগে যেও না গো মরে

আমি কেমন করে দেবো মাটি তোমার কবরে

আমি কেমন করে দেবো মাটি তোমার কবরে

মা তুমি আমার আগে যেও না গো মরে

মা তুমি আমার আগে যেও না গো মরে

Jeet Gannguli کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے