menu-iconlogo
logo

Rim jhim e dhara te

logo
بول
Uplded by:000001 JoYa BSV

সানি সা সা সা সা সারে

সা সা সা সা সারে

সারে ধা পা নি

সারে ধা পা নি

সানি সা সা সা সা সারে

সা সা সা সা সারে প্রেমের কাহিনী

হুম হু হু হু

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

এই ভালোবাসাতে

আমাকে ভাসাতে

এলো মেঘ যে এলো ঘিরে

বৃষ্টি সুরে সুরে সোনায় রাগিনী

মনে স্বপ্ন এলোমেলো

এই কি শুরু হল

প্রেমের কাহিনী

এলো মেঘ যে এলো ঘিরে

বৃষ্টি সুরে সুরে সোনায় রাগিনী

মনে স্বপ্ন এলোমেলো

এই কি শুরু হল

প্রেমের কাহিনী

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আগে কত বৃষ্টি যে

দেখেছি শ্রাবনে

জাগেনি তো এত আশা

ভালোবাসা এ মনে

আগে কত বৃষ্টি যে

দেখেছি শ্রাবনে

জাগেনি তো এত আশা

ভালোবাসা এ মনে

সে বৃষ্টি ভেজা পায়ে

সামনে এলে হায়

ফোটে কামিনী

আজ ভিজতে ভালোলাগে

শূন্য মনে জাগে

প্রেমের কাহিনী

সে বৃষ্টি ভেজা পায়ে

সামনে এলে হায়

ফোটে কামিনী

আজ ভিজতে ভালোলাগে

শূন্য মনে জাগে

প্রেমের কাহিনী

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে।