menu-iconlogo
huatong
huatong
jewel-jani-sob-kichu-vule-thaka-jay-cover-image

Jani Sob Kichu Vule Thaka Jay

Jewelhuatong
pilotmerrilyhuatong
بول
ریکارڈنگز
জানি সব কিছু ভুলে থাকা যায়

তোমাকে ভুলে থাকা যায় না

সব স্মৃতি মুছে ফেলা যায়

তোমার স্মৃতি মুছা যায় না

জানি সব কিছু ভুলে থাকা যায়

তোমাকে ভুলে থাকা যায় না

সব স্মৃতি মুছে ফেলা যায়

তোমার স্মৃতি মুছা যায় না

পাখিদের গান যদি না শোনা যায়

লাগবেনা ভালো এই পৃথিবী

তোমাকে যদি আমি কাছে না পাই

শূন্য হয়ে যাবে আমারই সবই

বেদনার সব ব্যথা যায় ভুলা যায়

তোমার বিরহ ভুলা যায় না

জানি সব কিছু ভুলে থাকা যায়

তোমাকে ভুলে থাকা যায় না

সব স্মৃতি মুছে ফেলা যায়

তোমার স্মৃতি মুছা যায় না

আকাশের বুকে যদি মেঘ না থাকে

বৃষ্টিতে ভিজবে না এই পৃথিবী

আমারই বুকে যদি তুমি না থাকো

আধাঁরে হারাবে আমারই সবই

কষ্টে্র সব জ্বালা যায় সওয়া যায়

তোমার দুরেঁ থাকা সয়না

জানি সব কিছু ভুলে থাকা যায়

তোমাকে ভুলে থাকা যায় না

সব স্মৃতি মুছে ফেলা যায়

তোমার স্মৃতি মুছা যায় না

জানি সব কিছু ভুলে থাকা যায়

তোমাকে ভুলে থাকা যায় না

সব স্মৃতি মুছে ফেলা যায়

তোমার স্মৃতি মুছা যায় না

Jewel کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے