menu-iconlogo
huatong
huatong
jhinuk-ami-jacci-baba-cover-image

Ami Jacci Baba

Jhinukhuatong
msttaylor84huatong
بول
ریکارڈنگز
আমি যাচ্ছি বাবা

আমি যাচ্ছি

আমি যাচ্ছি বাবা

আমি যাচ্ছি

চোখ মুছে মুখ তোলো

স্নেহের বাঁধন খোলো

চোখ মুছে মুখ তোলো

স্নেহের বাঁধন খোলো

এবার তোমায় দিতেই যে হয়

যাবার অনুমতি

বাবা খেয়াল রেখো

তুমি তোমার প্রতি।

বাবা খেয়াল রেখো

তুমি তোমার প্রতি

আদর সোহাগ দিয়ে যদি

করলে আমায় বড়

কেন তবে এমন করে

কন্যাকে পর করো?

এই যদি গো নিয়ম নীতি

এই সমাজের বিধান

হাসি মুখে করো বাবা

কন্যা সম্প্রদান।

তবে কেন কান্না চোখে

এ কোন অনুভুতি

বাবা খেয়াল রেখো

তুমি তোমার প্রতি।

বাবা খেয়াল রেখো

তুমি তোমার প্রতি

অফিস যাবার সময় যখন

থাকবো না আর আমি

চশমা নিতে, ওষুধ খেতে

ভুলনাগো তুমি

বুক যে আমার যাচ্ছে ভেঙ্গে

মন মানে না মানা

কেমন করে থাকবো ছেড়ে

নেই যে আমার জানা।

ওই যে আমার মা দাঁড়িয়ে

দেহেতে নাই প্রাণ

যেন বুকটা চিরে যাচ্ছে নিয়ে

কেউ কলিজাখান

তুমি ওতো মেয়ে মাগো

জানই পরিণতি

ও মা, খেয়াল রেখো

তুমি বাবার প্রতি

মাগো খেয়াল রেখো

তুমি বাবার প্রতি।

আমি যাচ্ছি বাবা

আমি যাচ্ছি

আমি যাচ্ছি বাবা

আমি যাচ্ছি।

চোখ মুছে মুখ তোলো

স্নেহের বাঁধন খোলো

চোখ মুছে মুখ তোলো

স্নেহের বাঁধন খোলো

এবার তোমায় দিতেই যে হয়

যাবার অনুমতি

বাবা খেয়াল রেখো

তুমি তোমার প্রতি।

বাবা খেয়াল রেখো

তুমি তোমার প্রতি।

Jhinuk کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے