menu-iconlogo
huatong
huatong
avatar

Akasher Hate Ache Ekrash Nil

Jibon Sathihuatong
mike31952003huatong
بول
ریکارڈنگز
আকাশের হাতে আছে একরাশী নীল

শিল্পীঃবিউটি ক্লোজাপ ও্যান

আপ্লোডারঃ জীবন সাথি ও সাথি

আকাশের হাতে আছে একরাশী নীল

বাতাসের আছে কিছু গন্ধ

রাত্রীর গায়ে জ্বলে জোনাকী

তটিনির বুকে মিদূ ছন্দঃ

আকাশের হাতে আছে একরাশী নীল

বাতাসের আছে কিছু গন্ধ

রাত্রীর গায়ে জ্বলে জোনাকী

তটিনির বুকে মিদূ ছন্দঃ

jibon sathi

FolloW Me

আমার এ দু হাত শুদু রিক্ত

আমার এ দু চোখ জ্বলে সিক্ত

বুক ভরা নীরবতা নিয়ে অকারণ

বুক ভরা নীরবতা নিয়ে অকারণ

আমার এ দুয়ার হলো বন্ধ

আকাশের হাতে আছে একরাশী নীল

বাতাসের আছে কিছু গন্ধ

রাত্রীর গায়ে জ্বলে জোনাকী

তটিনির বুকে মিদূ ছন্দঃ

jibon sathi

FolloW Me

ভেবে তো পাইনা আমি কি হলো আমার

লজ্জা প্রহরে কেন খোলে নাকো দ্বার

ভেবে তো পাইনা আমি কি হলো আমার

লজ্জা প্রহরে কেন খোলে নাকো দ্বার

জানিনা কেমন করে বলবো

খেয়ালে কতই ভেসে চলবো

বলি বলি করে তবু বলা হলনা

বলি বলি করে তবু বলা হলনা

জানিনা কিসে এত দ্বন্দ

আকাশের হাতে আছে একরাশী নীল

বাতাসের আছে কিছু গন্ধ

রাত্রীর গায়ে জ্বলে জোনাকী

তটিনির বুকে মিদূ ছন্দঃ

আকাশের হাতে আছে একরাশী নীল

বাতাসের আছে কিছু গন্ধ

রাত্রীর গায়ে জ্বলে জোনাকী

তটিনির বুকে মিদূ ছন্দঃ

Thank You

Jibon Sathi کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے