প্লিজ!কেউ কপি করবেন না।
গানঃ ভুলিনি তোমায় আজও
শিল্পীঃ জিসান খান শুভ
ভুলিনি তোমায়, আজও ভুলিনি আমি
মনেরই মাঝে, আজও আছো তুমি
ভুলিনি তোমায়, আজও ভুলিনি আমি
মনেরই মাঝে, আজও আছো তুমি
এ জীবনে পাওয়া, উপহারের মাঝে
এ জীবনে পাওয়া, উপহারের মাঝে
তুমি সবচেয়ে দামি।
ভুলিনি তোমায়, আজও ভুলিনি আমি
মনেরই মাঝে, আজও আছো তুমি
ভুলিনি তোমায়, আজও ভুলিনি আমি
মনেরই মাঝে, আজও আছো তুমি
নতুন নতুন মিউজিক পেতে
আমাকে ফলো দিয়ে একটিভ থাকুন
ভালো লাগলে লাইক কমেন্ট করবেন
হয়তো একদিন আসবে যেদিন,
রাখবেনা মনে আমাকে
ভুলে যাবে পেছনের সবকিছু
ভালোবাসবে অন্য কাউকে
ও ,,
হয়তো একদিন আসবে যেদিন,
রাখবেনা মনে আমাকে..
ভুলে যাবে পেছনের সবকিছু
ভালোবাসবে অন্য কাউকে..
সময়ের ব্যাবধানে, নিয়তির খেলায়
হেরে গেছি আজ আমি..
ও ,
ভুলিনি তোমায়, আজও ভুলিনি আমি
মনেরই মাঝে, আজও আছো তুমি
ভুলিনি তোমায়, আজও ভুলিনি আমি
মনেরই মাঝে, আজও আছো তুমি
আপনাদের উৎসাহ,ভালবাসা নিয়ে
বন্ধু হয়ে সবার পাশে থাকতে চাই
ভালো লাগলে লাইক কমেন্ট করবেন
নতুন গান পেতে সাথেই থাকুন
ও,, ও,, ও,,
আজও তোমার সেই স্মৃতি গুলো,,
আমাকে তাড়া করে বেড়ায়..
তোমার মুখের সেই মায়াবী হাঁসি
ক্ষনে ক্ষনে মনে পড়ে যায়..
ও,, ও,, ও,,
আজও তোমার সেই স্মৃতি গুলো
আমাকে তাড়া করে বেড়ায়
তোমার মুখের সেই মায়াবী হাঁসি
ক্ষনে ক্ষনে মনে পড়ে যায়
সময়ের ব্যাবধানে নিয়তির খেলায়
হেরে গেছি আজ আমি
ও,, ও,, ও,,
ভুলিনি তোমায়, আজও ভুলিনি আমি
মনেরই মাঝে, আজও আছো তুমি
ভুলিনি তোমায়, আজও ভুলিনি আমি
মনেরই মাঝে, আজও আছো তুমি
ধন্যবাদ সবাইকে