menu-iconlogo
huatong
huatong
joler-gaan-ronger-gaan-cover-image

Ronger Gaan

Joler Gaanhuatong
boynie1huatong
بول
ریکارڈنگز
লিলুয়া বাতাস, নিরাগ পানি

আয়েসি বৈঠার ছুপ

শালুক-সাদায় ঘাসফড়িংটা উড়তে উড়তে চুপ

লিলুয়া বাতাস, নিরাগ পানি

আয়েসি বৈঠার ছুপ

শালুক-সাদায় ঘাসফড়িংটা উড়তে উড়তে চুপ

কালো পানকৌড়ি ভাসতে ভাসতে ডুব

কালো পানকৌড়ি ভাসতে ভাসতে ডুব

ভাসতে ভাসতে সবুজ বিলের কুচলা কালো জলে

সাদা ফুলের হলুদ রেণু মেঘ পাখিদের দলে

ভাসতে ভাসতে সবুজ বিলের কুচলা কালো জলে

সাদা ফুলের হলুদ রেণু মেঘ পাখিদের দলে

ধূসর ঘুঘুর সাদা ফোটায় একলা দুপুর কাঁদে

ঝলমলিয়ে রোদের ছায়া পড়লো রঙের ফাঁদে

ধানের ক্ষেতে সবুজ বাতাস

ধূসর-কালো কাক

নীল আকাশে দু′হাত মেলে শঙ্খচিলের ডাক

ধানের ক্ষেতে সবুজ বাতাস

ধূসর-কালো কাক

নীল আকাশে দু'হাত মেলে শঙ্খচিলের ডাক

রংধনু রঙে খলসে-পুটির ঝাঁক

রংধনু রঙে খলসে-পুটির ঝাঁক

লিলুয়া বাতাস, নিরাগ পানি

আয়েসি বৈঠার ছুপ

শালুক-সাদায় ঘাসফড়িংটা উড়তে উড়তে চুপ

শালুক-সাদায় ঘাসফড়িংটা উড়তে উড়তে চুপ

কালো পানকৌড়ি ভাসতে ভাসতে ডুব

কালো পানকৌড়ি ভাসতে ভাসতে ডুব

Joler Gaan کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے