menu-iconlogo
huatong
huatong
joy-bhattacharjee-bangalir-heshel-cover-image

Bangalir Heshel

Joy Bhattacharjeehuatong
shannonneidhuatong
بول
ریکارڈنگز
খেতে ভুললো বাঙালি

এখন পাতে Italy

Chinese আর continental

নিম-বেগুন কই?

Grilled fish আর Chow mein-এতে

Thai খাবারের পাতলা soup-এ

কোথায় গেল বাঙালির

আম পোড়া শরবত

আহা, ভুলে গেল বাঙালি

আম পোড়া শরবত

হায় রে, আম পোড়া শরবত

আহা, আম পোড়া শরবত

আরে, যতই বলো

আরে, যতই বলো

পোস্ত বাটার তুলনা যে নাই

মশুর ডালে গন্ধ লেবু

উপাদেয় ভাই

আরে সর্ষেটাকে বেটে নিয়ে

ইলিশ মাছের ভাপে দিয়ে

নারকেল দিয়ে চিংড়ি মাছ আর

চিতল মাছের মুইঠ্যা খেতে

হায়, হায়, হায়

এখনও জিভে পড়ে লাল

আরে, বাঙালির হেঁশেলেতে

পঞ্চ ব্যাঞ্জন কই?

আরে, বাঙালির হেঁশেলেতে

পঞ্চ ব্যাঞ্জন কই?

মাংসটাকে হাতে নিয়ে

পিঁয়াজ-রসুন মাখিয়ে দিয়ে

কড়ার মধ্যে কষে নিয়ে

Pressure cooker-এ সিটি সিটি

জাগো বাঙালি

মাছ ভাতের তুলনা যে নাই

আরে, বাঙালির হেঁশেলেতে

পঞ্চ ব্যাঞ্জন কই?

আরে, বাঙালির হেঁশেলেতে

পঞ্চ ব্যাঞ্জন কই?

১২ মাসে ১৩ পার্বণ

শিলনোরা, দিস্তা-হামান

রান্নাঘরে micro-oven

Chef-এর টুপি আর apron

মায়ের হাতে মসলা বাটা

হাতা, খুন্তি, ডালের কাঁটা

সে সব দিন বাঙালির

কোথায় গেল ভাই

আরে, বাঙালির হেঁশেলেতে

পঞ্চ ব্যাঞ্জন কই?

আরে, বাঙালির হেঁশেলেতে

পঞ্চ ব্যাঞ্জন কই?

আরে, বাঙালির হেঁশেলেতে

পঞ্চ ব্যাঞ্জন কই?

Joy Bhattacharjee کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے