menu-iconlogo
logo

Tomake Bhalobashi

logo
بول
তোমাকে ভালোবাসি, বলিনি কোনোদিন

তবুও ভালোবাসি তোমাকেই প্রতিদিন

তোমাকে ভালোবাসি, বলিনি কোনোদিন

তবুও ভালোবাসি তোমাকেই প্রতিদিন

তোমার জন্য এ মন কেমন কেমন

কেন জানি করে যে সারাক্ষণ

তোমার জন্য জমছে অসীম

ভালোবাসার ঋণ

তোমাকে ভালোবাসি, বলিনি কোনোদিন

তবুও ভালোবাসি তোমাকেই প্রতিদিন

তোমার জন্য স্বপ্ন কুড়াই

উড়াই জোছনা

তুমি আমার মন-গহীনে

ভালোবাসার দ্যোতনা

তোমার জন্য এ মন কেমন কেমন

কেন জানি করে যে সারাক্ষণ

তোমার জন্য জমছে অসীম

ভালোবাসার ঋণ

তোমাকে ভালোবাসি, বলিনি কোনোদিন

তবুও ভালোবাসি তোমাকেই প্রতিদিন

তোমাকে ভালোবাসি, বলিনি কোনোদিন

তবুও ভালোবাসি তোমাকেই প্রতিদিন

তোমাকে ভালোবাসি, বলিনি কোনোদিন

তবুও ভালোবাসি তোমাকেই প্রতিদিন

তোমার জন্য এ মন কেমন কেমন

কেন জানি করে যে সারাক্ষণ

তোমার জন্য জমছে অসীম

ভালোবাসার ঋণ

তোমাকে ভালোবাসি, বলিনি কোনোদিন

তবুও ভালোবাসি তোমাকেই প্রতিদিন

Tomake Bhalobashi بذریعہ Joy Shahriar - بول اور کور