menu-iconlogo
logo

O Mayare Tor Bijli

logo
avatar
Kabilanlogo
ভালোবাসারদুষ্টছেলেlogo
ایپ میں گائیں
بول
বিজলি জলা রুপ

জইলা পইড়া যাইতে আছি

থাহিসনা আর চুপ

ছেলেঃওরে মাইয়া রে তোর

বিজলি জলা রুপ

জইলা পুইড়া যাইতে আছি

থাহিসনা আর চুপ

মেয়েঃ কোমর দুলাইয়া-বিছা জুলাইয়া

নাচবো এই রাতে-গুমটা খুলিয়া

কোমর দুলাইয়া -বিছা জুলাইয়া

নাচবো এই রাতে-গুমটা খুলিয়া

বিলাবো রসের হাড়ি

আয়না তাড়াতাড়ি

কে কে খাবিরে বল,

চলে আয় আমার বাড়ী

হবো রে আমি যে তোর

ঘুড়াবো মনের শহর

মিঠাবো একে একে আছে রে

যত তোর দাবী

পাবি সবই তো পাবি

হো পাবি সবই তো পাবি

ছেলেঃও মাইয়া রে তোর

দুষ্টুরে যৌবন

লাগাই নেশা কইয়া জানা

কোন হানে মৌ বন

ছেলেঃওরে মাইয়া রে তোর

দুষ্টুরে যৌবন

লাগাই নেশা কইয়া জানা

কোন হানে মৌ বন।

মেয়েঃ মজার এই রাতে,

থাকনা আজ সাথে

দেবো সুঃখ তুলে,

নাগর তোর হাতে

মেয়েঃ মজার এই রাতে,

থাকনা আজ সাথে

দেবো সুঃখ তুলে,

নাগর তোর হাতে

পাবিনা এমন সুযোগ

ধরেছে প্রেমেরই রোগ

মিঠাবো একে একে আছেরে

যত তোর দাবী

পাবি সবই তো পাবি

হো পাবি সবই তো পাবি

ছেলেঃ ওরে মাইয়া রে তুই

রঙ্গিলা কইতর

উড়াল দিবি আইবো যহন

রাইতের পরে ভোর

ছেলেঃ ওরে মাইয়া রে তুই

রঙ্গিলা কইতর

উড়াল দিবি আইবো যহন

রাইতের পরে ভোর।

পোড়বো দুই জনে

দেখবে নাতো কে,

থাকবো গোপনে

মেয়েঃ নেশার আগুনে

পোড়বো দুই জনে

দেখবে নাতো কেউ,

থাকবো গোপনে

উঠেছে মনেতে জর,

ও রশিক কিছু তো কর

মিঠাবো একে একে আছেরে

যত তোর দাবী

পাবি সবই তো পাবি

হো পাবি সবই তো পাবি

ছেলেঃওরে মাইয়া রে তোর

বিজলি জলা রুপ

জইলা পুইড়া যাইতে আছি

থাহিসনা আর চুপ

ছেলেঃওরে মাইয়া রে তোর

বিজলি জলা রুপ

জইলা পুইড়া যাইতে আছি

থাহিসনা আর চুপ।

ধন্যবাদ সবাইকে